আমাদের কথা খুঁজে নিন

   

প্রায় দুই বছর পর

আমার এই পথ চাওয়াতেই আনন্দ ঘড়িতে স্থানীয় সময় রাত এগারটা পঁচিশ। আরো একঘন্টা চল্লিশ মিনিট ল্যাবে থাকতে হবে। ইদানিং প্রায়ই রাতে একাকী কাজ করতে হয়। ভালই লাগে কারন নিসঙ্গতার একটা ভিন্ন আকর্ষণ আছে। কয়েকবছর পর আবারো ব্লগে উঁকি দেওয়া হয়।

আগের লেখাগুলো পড়ি, ভাল লাগে তখ্ন কি ভেবে লিখেছিলাম এটা ভাবতে। মন্তব্য গুলো দেখি, একসময়ের অচেনা কিন্তু অনেক কাছের সেই সব নিকগুলোতে ক্লিক দেই। অনেকেই এক বছর হয়তবা দুই তিন বছর যাবৎ ব্লগে কোন কমেন্ট করেননি। তখন ভাবি লোক্গুলো কেমন আছে! কারো হয়ত মন খারাপ থাকত, কেউ কবিতা লিখতেন আনন্দে কেউ বা বেদনায়, কেউ সময় কাটাতে আসতেন, আমি ঘুমের অভাবে অনেক রাত ব্লগে পড়ে থাকতাম, লিখতাম, পড়তাম। যখন ব্লগিং শুরু করি তখ্ন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

কতকিছু লিখবার ছিল। চাকরিতে ঢুকবার পরে ভাবলাম নতুন অভিজ্ঞতা নিয়ে অনেক অনেক লিখব। কিন্তু কেন জানিনা সত্যি সত্যি বুড়ো হয়েগেলাম। লেখার আগ্রহ হারিয়ে গেল। এরপর একে একে আরো কত অভিজ্ঞতা।

বিয়ে, প্রবাসী হওয়া অবশেষে একটি ফুটফুটে লক্ষী মেয়ের বাবাও হয়েছি। যখন আমার স্ত্রী সন্তান সম্ভাবা তখ্ন ভেবেছিলাম মেয়ের জন্য অনেক কিছু লিখে রাখব। আমাদের সেই সময়ের কথাগুলো, ভাবনাগুলো, ওর ভবিষ্যত নিয়ে আমাদের হাজার রকম স্বপ্ন। কিন্তু কিছুই লিখলাম না। যাইহোক আর লিখতে মন চাচ্ছে না।

এত বছর উইন্ডোজে অভ্র দিয়ে বাংলা লিখে এখ্ন নতুন করে ম্যাকে অঙ্কুর দিয়ে হাত পাকাতে হচ্ছে। বড়ই ঝামেলার। তাই, আজ এখানেই ইতি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.