সত্যবাদী আমি..
ভুলে গেছি শেষ যে কবে মিথ্যা বলেছি...
শুনছ কি তুমি?? একটা মিথ্যা করবে যে আজ আমাকে পাপী!
ভুলে গেছি তোমাকে আমি, এ কথা বলি...
হলাম আজ পাপী.. তুমি শুনছ কি? আমি মিথ্যাবাদী!
তোমায় ভুলতে গিয়ে ভুলেছি নিজেকে!
হলোনা ভোলা,আমার ভালোবাসা.. তোমাকে!!
চোখ বুঝে আমি..
জ্বলছে লালচে-নীলচে আলো.. তোমায় এঁকেছি..
নাম দিয়েছি পরী!
ডানাছাড়া ইচ্ছেমতন তোমাকে গড়ি!!
এ সব-ই ছিল সত্য এক, বাস্তবতা নয়! এ কথা ও বলি।
তুমি শুনছ কি? আমি মিথ্যাবাদী!
তোমায় ভুলতে গিয়ে ভুলেছি নিজেকে!
হলোনা ভোলা,আমার ভালোবাসা.. তোমাকে!!
আমি পাপী মিথ্যাবাদী তুমি শুনছ কি?
আরেকটা মিথ্যা যদি বলি ক্ষতি কি খুব বেশি?
প্রতি মুহূর্তে তোমাকে ভুলি অন্য কাউকে ভাবি..একথা বলি।
তুমি শুনছ কি? আমি মিথ্যাবাদী!
তোমায় ভুলতে গিয়ে ভুলেছি নিজেকে!
হলোনা ভোলা,আমার ভালোবাসা.. তোমাকে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।