এক দেশে এক রাজা ছিল, বোকা রাজা। একবার তার শখ হল যেমনটি বোকাদের হয় আর কি, অনেক চমৎকার একটি রাজপোষাক তার চাই যা এর আগে কেউ কোনদিন পরিধান করে নাই। তলব করা হল সব রাজ দর্জিদের। অবশেষে একদিন রাজ পোষাক বানানো শেষ হল। এক অতি চালাক মানুষ একাজ শেষ করে।
রাজপোষাকটির বিশেষত্ব হল, বোকা বা মিথ্যাবাদীরা এই পোষাক দেখতে পাবে না।
এর পরের ঘটনা খুব সহজ অথবা জটিল। বোকা রাজা রাজপোষাক প্রস্থ পরিধান করে রাজকার্যে বের হলেন। তিনি পোষাকটি না দেখলেও পরিধান করার ভাণ করলেন কারণ তিনি নিজেকে বোকা প্রমাণ করতে চান না, তিনি বোকা হলে রাজ্য কিভাবে চলবে...?
আয়নায় নিজেকে উলঙ্গ দেখেও চুপ থাকলেন। সভাসদরাও সবাই চুপ থাকল কারণ তারাও বুদ্বিমান।
মতলববাজ দর্জি রাজাকে এবং রাজার সাথে তার পুরো রাজ্যকে উলঙ্গ করে ছাড়ল, তার কার্যসিদ্বির জন্য।
তবে সে রাজ্যে একজন বালক ছিল। সে চিৎকার করে বলেছিল," রাজার গায়ে কোন কাপড় নেই, রাজা উলঙ্গ। "
কোথায় তুমি,সত্যবাদী বালক ? আমাদের এখানে যারা এমন লজ্জ্বাহীন আছে তাদের কে একবার বলে যাও... কিছু !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।