এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
সেদিন একটি অনুষ্ঠানের আয়োজনে আমি আমার মামা বাড়িতে বেড়াতে গিয়েছি। গিয়ে দেখি, মজা করার জন্য আমার খালাতো আর মামাতো ভাই বোনেরা এক ধরনের দুষ্টামি শুরু করেছে, কেউ কেউ শুধু সত্য কথা বলছে, কেউ কেউ শুধু মিথ্যে কথা বলছে। প্রথমেই আমার দেখা হলো নিপা, নিপু আর সোহাগের সাথে তারা সিঁড়িতে পা দুলিয়ে বসে আচার খাচ্ছে। আমি নিপাকে প্রশ্ন করলাম- ''তুমি সত্যবাদী কী না?''
উত্তরে সে আচার খেতে খেতে কী বলল বুঝতে পারলাম না। তো আমি তখন নিপুকে বললাম, ''নিপা কী বলল?'' নিপু বলল, নিপা-পু বলছে যে সে সত্যবাদী। সেটি শুনে সাথে সাথে সোহাগ ঘাড় সোজা করে বলল. উহুঁ! নিপু মিথ্যা কথা বলছে।
আচ্ছা, আপনারা বলুনতো সোহাগ সত্যবাদী না মিথ্যাবাদী? কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।