আমাদের কথা খুঁজে নিন

   

বেদনায় আছি



৫২) বেদনায় আছি শব্দহীন হয়ে আছি অনেক সময়। যতটুকু কথারা আসে। খেলা করে চোখের পাতায় বৃষ্টি হয়ে। মনের সব ভাবনারা নির্বাক হয়ে আছে। নিয়তঃ যেই সব ভাবনারা খেলা করে সবটাই বেদনায় নীল হয়ে আছে।

কাছের মানুষরা দুরের হলে বুঝি এমন হয়। বেদনায় কাঁপে চোখ। আজকাল মানুষের চাওয়া পাওয়ায় দাঁড়িয়ে থাকে নগ্ন প্রত্যাশা। এতটাই নগ্ন যে ব্যথিত হওয়াটাও নিশ্চুপ হয়ে থাকে। নিজের দিকে তাকাতে পারিনা।

মনে হয় অশুভ গুলো নিজের মধ্যে এসে গেলো নাকি। মানুষ হবার দুঃখবোধ ভীর করে আসে। ঘৃণা! মায়ের বেদনা যারা বাড়ায় তাদের কে ঘৃণা! মায়ের স্নেহকে যারা অবহেলা করে তাদেরকে ঘৃণা। অজস্র ঘৃণা ভরে ওদেরকে নির্বাসনে পাঠাই। একদিন যাদের জন্য গর্বিত ছিলাম।

জেনে গেছি তারা সবাই মেতে থাকে তাদের জন্য যারা ঘৃণিত। শকুনের মত যারা ছিড়ে কুরে খায় পিতার আবাস। মায়ের শেষ আশ্রয় নির্মান করে শোভিত বাগান! তাদেরকে বলি এই কি মানুষ জন্ম! এর জন্য কি এতটা কাল মানুষ হবার এত আয়োজন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.