আমাদের কথা খুঁজে নিন

   

বাতিল হয় না মানুষ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

একটু দাঁড়াও, শোনো কিছু কথা মুখের লাগামটাকে ধরো টেনে, স্থির হয়ে বসো বাতিল কোরো না তাকে, বাতিল হয় না মানুষ অসম্ভবের পরেও থাকে মানুষেরই সম্ভাবনা! পঁচিশটি বসন্ত পেরুনো যে মানুষ জীবন সংগ্রামে ছিলো যার ঘর্মাক্ত কঠোর দিন চামড়ার পরতে হাঁড়কাঁপানো শীতের রুক্ষতা বৃষ্টি ও ঝড়ে যে ছিলো লড়াকু সৈনিক বলীয়ান কতোটুকুই বা জানো তার যাপিত জীবন বর্তমানের বাতিলে মুছবে জ্বলজ্যান্ত অতীত? বাতিল কোরো না তাকে, বাতিল হয় না জীবন্ত মানুষ ঝিমধরা শরীরেও জ্বলে দ্রোহের আগুন সহসা পোড়াতে পারে সব অবহেলা, ঘৃণা জড় ও মানুষে এ এক পার্থক্য নিদারুণ! ১৭.০৩.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।