যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আগে মানে এই আগে বলতে বাংলাদেশ কাল, অতপর পাকিস্থান কাল, অতপর বৃটিশ কালের পুলিশ গঠন কালাঙ্কিত "আগেতে" শাসনের উদ্দেশ্যে ডান্ডার আবির্ভাব ঘটে বলে ডান্ডাসর্দার নুর চন্দ্র মোহাম্মদ বলেছেন। অতপর যাহা হওয়া বাঞ্ছনীয় উহা হইলো শাসন নয় সেবা - ডান্ডায় ভর করে নাগরিকের ইয়ার-দোস্ত হওয়া। দেড়শ বছর পরে পুলিশ হবে "সার্ভিস ওরিয়েন্টেড"।
প্রথমে পদ্র উহার পরে মুত্র এবং তারপরে নানাপ্রকার জৈবিক জটিলতার ফল্গুধারায় আপ্লুত হয়ে পুলিশের সার্ভিস নিয়ে ভবিষ্যত দেখবার বাহানা করলাম কিছুক্ষণ। কারণ বিদ্যুত, পানি আর সুয়্যেরেজ সার্ভিসগুলো রোডাভ্যণ্তরে ইন্টারচেঞ্জবল হচ্ছে।
ইথারবাহক সার্ভিসগুলো যথা মিডিয়া, ফোনের বিক্রমশালী দৈন্যদশার কারণে উহা পরিহারযোগ্য বলে আদর্শলিপির পাঠ্য হয়েছে। সুতরাং পুলিশের সার্ভিসও ঠিক অসহনীয় হবে না।
এমন সব সার্ভিসের যথেচ্ছা সহ্যকরণ থেরাপীতে নাগরিক যদি ঠান্ডা থাকে ডান্ডার দাপটে তবে ডান্ডাঠান্ডা ঠিক কার্যকর সার্ভিস কিভাবে নিশ্চিত করবে - নুর চন্দ্র মোহাম্মদ সে বিষয়ে কিছু ভাবতে পারেননি, বা বলতে পারেন নি। মানে বলেনইনি। হয়তো জানেনই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।