কত কিছুই করার ছিল বাকি,
কত কিছুই হবার ছিল বাকি,
কিছুই আর হলনা করা
কিছুই আর হলনা হওয়া
নিজেকেই নিজে দিয়ে গেলাম ফাঁকি।
করব আমি আকাশ চুরি
করব আমি যুদ্ধ।
অননায় সব পালিয়ে যাবে
থাকবে শুধু শুদ্ধ।
ইচ্ছে ছিল আকাশ হব
ঘুড়ি উড়বে ডানা মেলে।
ইচ্ছে ছিল পাহাড় হব
পাখি গাইবে গলা ছেড়ে।
হলনা আজ কিছুই হওয়া
হলনা আজ কিছুই পাওয়া
বাকি রয়ে গেল স্বপ্ন ফানুস
শুধু হয়ে গেলাম আমি
এক মানুষ নামের অমানুষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।