আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের লালু ভুলু গণ, চলমান সংস্কার আর ব্লগের লালুভুলুরা

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দেশে চলছে ব্যাপক সংস্কার..... পুরোনজীর্ণ ভেংগে পড়া শাসন ব্যবস্থার বদলে এলো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার । শুরুতে তাহাদের দেশপ্রেম এবং সততায় মুগ্ধ দেশের জনগণ । আর একজন লালু শুরু থেকেই ঘেউ ঘেউ... আর তার মহান বাণী .. আমি কিন্তু কামড়ে দিতে পারি.... কামড়ালে জলাতংক হবে তাই আমি কামড়াবো না..... আমরা ম্যাংগো জনতাও খুব খুশী , পাগলা কুত্তা কামড়ালে ভেক্মিন দিতে হবে ..চৌদ্দটা ইনজেকশন ... তাও নাভিতে....আমরা কৃতার্থ হয়ে যাই একটা পাগলা কুত্তার বোধ দেখে ।

আর লালু ভাবে কামড়াবো তবে তার আগে বেক্সিনটা পর্যাপ্ত পরিমাণে মজুদ বাড়াই .... অনেক বিদগ্ধ সুধূজন ভাবে ঘেউ ঘেউ করা কুত্তা কামড়ায় না । এ সরকারের উপদেষ্টাগণ শুরু থেকেই লেগে পড়েন দুর্নীতি কি ? কেন ?? খুজে ফিরে পায় রাজনীতিবিদ মানে দুর্নীতি .... সেই দুর্নীতির শিকড় উপড়াতে গিয়ে কয়েকজন উপদেষ্টাই উপড়ে যান .... তবে গত ১৪ মাসে আমরা যা পেলাম, যে সংস্কার সাধিত হলো , এখন দেশে দুর্নীতি করে কিছু পোষাকধারী সরকারী কর্মচারী , আগে যে কাজ দশ টাকায় করতো এখন তা করে ১০০ টাকায় (কারণ দুর্নীতি করে হয় লুকায়া আর সবকিছুর দাম বেড়ে গেছে তাই দুর্নীতির দামও....) সেই একই কাণ্ড মানে দেশের সত শাসকদের সাথে সাথে ব্লগে মেলা সৎ বান্দা চলে এসছে । লালুভুলুদের মতন তারা এখন সবকিছুর মাঝে দুর্নীতি-নৈতিকতা দেশপ্রেম খুজে ...... লালুভুলু যেমন নির্দিষ্ট পোষাকধারী আর সুশীল ছাড়া যেই যায় ভুক ভুক করে তেমনি এরাও লালুভুলু দ্বারা অণুপ্রাণিত... ব্লগে যাই হয় ভুক ভুক .... আমরা অন্যরাও গদগদ হয়ে বলি ঠিক ঠিক । ঠিক লালু ঠিক ভুলু .... এমন সাচ্ছা আদমির দরকার আছে না হলে দেশ যে রসাতলে যাবে, ভালো মন্দ দেখারও তো মানুষ চাই । সরকারী গাড়ি লইয়া টানাটানি, না কইয়া লেখা ছাপনি, এই নীতি বিবর্জিত কাজকাম দেখনের লুক নাই ... কিন্তু লালুভুলুরা আমাদের চক্ষু খুইল্যা দিতাছে ।

তাই আমি লালুভুলুদের স্বাগত জানাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.