পশুখাদ্য কেনার দুর্নীতি মামলায় ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এই নেতাকে ২৫ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। ঝাড়খণ্ডের রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রভাষ কুমার সিং গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রায় ঘোষণা করেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় আরজেডি-প্রধান লালু প্রসাদ তার সংসদ সদস্যপদ (লোকসভা) হারিয়েছেন। আগামী ছয় বছর তিনি নির্বাচনেও দাঁড়াতে পারবেন না।
তিনি কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের মিত্র ছিলেন। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে বলেন, একজন এমপি কোনো আদালতে দোষী সাব্যস্ত হলে তাৎক্ষণিকভাবে পদ হারাবেন। প্রায় ১৭ বছর আগের পশুখাদ্য কেলেঙ্কারির চাঞ্চল্যকর এ মামলায় ৬৬ বছরের লালু প্রসাদ ছাড়াও মোট ৪৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন গবাদিপশুর খাদ্য কেনার নামে জালিয়াতি করে প্রায় ৩৮ কোটি রুপি তুলে নেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় তাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ ছাড়াও ১৯৯৭ সালে পাঁচ মাস কারাগারে কাটাতে হয়।
লালু প্রসাদ সে সময় স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে কারাগার থেকে নিজেই সব কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ রয়েছে। রেলমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।