আমাদের কথা খুঁজে নিন

   

সময়ে



অবোধ আমি শান্তির ভাষা বুঝিনা জানিনা স্বস্তির আলিঙ্গন বন্য এক তরুনির আগ্নেয় গহ্ববর সেত স্বপ্ন আমার , প্রকৃতির স্বর্গ। স্বপ্নে বিভোর আমি এ সময় আর ফিরবেনা জানি। অপেক্ষা টগবগে বর্ষনের প্রতিক্ষা বর্ষার। ভাসাতে পারেনা বর্ষায় সে যে তার নিয়মেই বাধা। প্রকৃতির সাথে থাকি, থাকে সাথে ভান করি বসন্তের , উত্তপ্ত চৈত্রে হয়তো মতিভ্রম আমার আবারও মৃত্যর ভাবনা। ঠিক ভাবনা যার ধারনা আপোষ করেই সে কষ্ট খুধার সাথে। আনকা মেঘের সময়ে প্রকৃতি তুমি নিয়মেই বঞ্চিত। বন্য ডাহুকির পিছু নেই আমি ধান ক্ষেত ভেঙ্গে পানার বোনে পালিয়ে ডাহুকি ডাহুকের প্রহর গোনে আমার পেছন ফেরা। কালের বর্ষন সেত স্বপ্ন আমার, জাগ্রত কি করে উপপতি, ডাহুকির মনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।