আমাদের কথা খুঁজে নিন

   

পর্তুগালের মুখোমুখি দুর্দমনীয় ব্রাজিল

মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে দুই দল।
২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিল গত মাসে সুইজার‌ল্যান্ডের সঙ্গে ১-০ গোলে হারের স্মৃতি ভুলে এখন অস্ট্রেলিয়াকে ৬-০ গোলে হারানোর সাফল্যে উজ্জীবিত।
ওই ম্যাচে একটি গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছেন বার্সেলোনা তারকা নেইমার। দলের সহজ জয়ে দু'টি গোল করেছেন দীর্ঘদেহী স্ট্রাইকার জো। এছাড়া একটি করে গোল করেছেন রামিরেস, আলেসান্দ্রে পাতো ও লুইস গুস্তাভো।


স্কলারি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ওয়েবসাইটে বলেন, "৬-০ গোলে জেতাটা ছিল চমৎকার। আমরা খুব ভালো ছন্দে খেলেছি। দল কনফেডারেশন্স কাপের খেলাটাই খেলেছে। এভাবেই আমরা পর্তুগালের বিপক্ষে খেলবো। "
গত জুনে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কনফেডারেশন্স কাপের শিরোপা জেতে ব্রাজিল।


ওই টুর্নামেন্টে উপেক্ষিত মিডফিল্ডার রামিরেসকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামিয়েছিলেন স্কলারি। তার খেলায় মুগ্ধ হয়েছেন স্কলারি, "সে খুব ক্ষিপ্ত গতির খেলোয়াড়। সে উপরে উঠে আক্রমণে যায়, আবার ১০ সেকেন্ড পরই নীচে নেমে মার্কিংয়ে লেগে যায়। "
স্কলারির বিশ্বকাপ পরিকল্পনায় ভালোমতই আছেন চেলসির এই তারকা।
গত রোববার ২১ বছরে পা দেয়া তরুণ ফরোয়ার্ড বার্নাড আর স্ট্রাইকার জোকেও পর্তুগালের বিপক্ষে খেলাতে পারেন স্কলারি।


অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পাওয়া লেফট ব্যাক মার্সেলোর জায়গায় শুরু থেকেই খেলতে পারেন ওই ম্যাচে বদলি হিসেবে নামা ম্যাক্সওয়েল।
ডান গোড়ালির চোট থেকে সেরে মাঠে নামতে পারেন মিডফিল্ডার অস্কারও।
এদিকে চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না পর্তুগালের উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.