পর্তুগালের হয়ে আরো গোল করেছেন রাউল মেইরেলেস, ফ্যাবিও কোয়েন্ত্রাও ও এদিনিয়ো।
বুধবার রাতে পর্তুগালের হয়ে ১১০তম ম্যাচ খেলতে নামা রোনালদো দলেকে এগিয়ে দেন ২১ মিনিটে। এই গোলেই পর্তুগালের হয়ে ৪৭ গোল করা পেদ্রো পলেতাকে ছাড়িয়ে যান তিনি।
নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসলেও প্রথমার্ধে আর কোনো গোল পায়নি পর্তুগাল। উল্টো ভিনসেন্ট আবুবকরের হোলে ৪৩তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে ক্যামেরুন।
দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে তিন গোল পায় পর্তুগাল। ৬৬, ৬৭ ও ৭৭তম মিনিটে মেইরেলেস, কোয়েন্ত্রাও ও এদিনিয়ো গোলে ব্যবধান ৪-১ করে পর্তুগাল।
৮৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো। ১০ বছর আগে ইউরো ২০০৪-এ পর্তুগালের হয়ে প্রথম গোল করা রোনালদোর এটি দেশের হয়ে ৪৯তম গোল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।