আমাদের কথা খুঁজে নিন

   

হেটে মোবাইল চার্জ



মোবাইল এখন আপনার জীবন সঙ্গী। অনেকের হয়তো মোবাইল ছাড়া একদ-ও চলার মতো অবস্থা নেই। আপনি হয়তো দূরে কোথাও বেরিয়েছেন, আপনার মোবাইলের চার্জ শেষ। চিন্তা করুন, তখন যদি আপনার হাটার সঙ্গে সঙ্গে মোবাইল চার্জ হতে থাকে। হ্যা, এ দিন আর বেশি দূরে নয়।

বিজ্ঞানীরা এক রকম মেশিন আবিষ্কার করেছেন যা আপনার হাটার সময় হাটুর মুভমেন্ট থেকে শক্তি উৎপন্ন করতে পারবে। এ রকম একটি পরীক্ষা চালানো হয়েছে পাচজন ব্যক্তির ওপর, যারা প্রত্যেকে পাচ ওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপাদন করতে পেরেছে। যার মাধ্যমে ১০টি মোবাইল একই সঙ্গে চার্জ করা সম্ভব। হাটুর মধ্যে এক ধরনের ইলেকট্রিকাল জেনারেটর স্থাপন করা হয়, যা ব্যক্তির মুভমেন্ট থেকে শক্তি উৎপাদন করে। যখন হাটু প্রসারিত করা হয় তখন ডিভাইসটি টার্ন নেয় এবং জেনারেটরটি ঘুরতে থাকে, যা শক্তি তৈরি করে।

যখন হাটুর মুভমেন্ট বন্ধ হয়ে যায় তখন যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, কারণ যন্ত্রটিতে সেন্স মোশন রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ এবং চালু হয়। এ ধরনের যন্ত্র ব্যবহারের ফলে হাটার ক্ষেত্রে বেশি শক্তি ব্যবহারের দরকার হয় না। কানাডার সিমন ফ্রেজার ইউনিভার্সিটির লোকমোশন ল্যাবরেটরির ডিরেক্টর ম্যাক্স ডোনেলান এ সম্পর্কে বলেন, ‘মানুষের শরীরের পাওয়ার হাউস হচ্ছে পেশি। তাই আমি ও আমার সহকর্মীরা মানুষের হাটুর জয়েন্ট থেকে শক্তি উৎপাদনের ডিভাইস তৈরি করেছি। এটার ওজন হবে ১.৫ কিলো যার মধ্যে গিয়ারিং এবং জেনারেটর থাকবে।

একজন সাধারণ মানুষ এক হাজার কিলোগ্রাম ব্যাটারির সমান শক্তি ধারণ করতে পারে। আমরা চেষ্টা করছি যেখানে বিদ্যুৎ সুবিধা নেই সেসব জায়গায় কমপিউটারে চালানোর জন্য শক্তির বিকল্প ব্যবস্থা করতে। প্রথম দিকে তা কৃত্রিম অঙ্গধারী এবং মিলিটারির ব্যবহারের জন্য এ ধরনের ডিভাইস ছাড়া হবে। তখন কৃত্রিম অঙ্গধারীদের আর ব্যাটারির দরকার হবে না এবং মিলিটারিদের ব্যাটারির ওপর নির্ভর করতে হবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।