আমাদের কথা খুঁজে নিন

   

পায়ে হেটে রেল সেতু অতিক্রম

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

আমরা রেল লাইনের উপর দিয়ে হাটতে হাটতে রেল সেতুর সামনে থমকে দাড়ালাম ! কোন উপায় নেই। আমাদের পায়ে হেটেই এই রেল সেতু পাড়ি দিতে হবে। মাঝারি সাইজের এই রেল সেতু নীচে টলটল করছে ধীর প্রবাহমান উপনদীর জলধারা। আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। একটু নড়চড় হলেই ঝপাস ! আমি আর শুভ কথা বলছি অবিরত, যেন স্বাভাবিক পিচ ঢালা পথ ভেবে পাড়ি দিতে পারি এই দীর্ঘ রেল সেতু। আমাদের পেছনেই মাশা আর সাদিক। বুকটা এখনো দুক-দুক করছে যদি ট্রেন এসে পরে ! কি হবে তখন ? সলিল সমাধি না ট্রেনে কাটা পরে অপমৃত্যু ? স্মৃতি ঃ ০৯ মার্চ ২০০৭ইং, শুক্রবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।