স্বাগতম!!!
আমি বাঁশি আর গান চাই; সুর অমরত্বের গুপ্তধন
এমনকি অস্তিত্ব বিনাশের পরও বাঁশি বিলাপ করে
প্রাসাদ ছেড়ে বনরাজিতে তুমি বাড়ী বানিয়েছো?
গিরিশৃঙ্গ, পাহাড় ডিঙ্গিয়েছো তুমি কখনো?
সুগন্ধি জলে গোসল করে; সুর্য্যের কিরণে শরীর
শুকিয়েছো কখনো? ভোরে নির্মল আকাশ থেকে
মার্টিনির স্বাদ নিয়েছিলে?স্বর্ণের ঝাড়বাতির গুচ্ছের
পাশে দ্রাক্ষাকুঞ্জে গোধুলিতে একাএকি বসেছিলে?
আমি বাঁশি আর গান চাই; সুর অমরত্বের গুপ্তধন
এমনকি মৃত্যুপরও বাঁশি বিলাপ করে
ঘাসে নিশিযাপনের বিছানা বিছিয়েছো কখনো?
বৈকালিক বাতাসে আকাশের চাদর মুড়ি দিয়েছিলে?
সুতরাং বরণ করো আগামি; বিদায় দাও অতীত।
আমি বাঁশি আর গান চাই; আমার হৃদয় সমতল হবে
এমনকি পাপ মোছনের পর ও বাঁশি বিলাপ করে
ভুলে যাও অসূখের কষ্ট; ভূলে যাও আরোগ্যের আশা
পানি দিয়ে লিখো মানূষের কবিতার বাক্য।
মুনিম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।