ঘটনা :১.সদ্যভূমিষ্ঠশিশুর পিতামাতার
প্রতি আগ্রহী শ্রোতার প্রথম প্রশ্ন
'ছেলে নাকি মেয়ে ?' এরপরের
প্রশ্নটা অবধারিতভাবেই 'দেখতে কেমন
হইছে ?'
ঘটনা :২.নবম-দশম শ্রেণীর
একটি মেয়ে অনার্স পড়ুয়া এক ছাত্রের
কাছে প্রাইভেট পড়ে । মেয়েটির
বান্ধবী বা ছেলেটির বন্ধুদের প্রথম
প্রশ্নই
হবে 'ছেলেটি বা মেয়েটি দেখতে কেমন ?'
ঘটনা :৩.একটি ছেলে একটি মেয়ের
বা একটি মেয়ে একটি ছেলের প্রেমে পড়ল
। বিষয়টি জানতে পারলে মেয়েটির
বান্ধবী বা ছেলেটির বন্ধুদের প্রথম
প্রশ্ন 'দেখতে কেমনরে ?'
ঘটনা :৪.পাশের বাড়ীতে নতুন বউ
এসেছে । প্রতিবেশীদের প্রথম প্রশ্ন
'বউ দেখতে কেমন ?'
। ।
। ।
এই 'দেখতে কেমন' প্রশ্নটি অনেক
সময়ই সঠিক উত্তরে টিক দেয়ার মত ।
অর্থাত 'সুন্দর নাকি অসুন্দর' । স্পষ্ট
করে বলতে গেলে 'ফর্সা নাকি কালো' ।
সুন্দর
বা ফর্সা হলে উত্তরদাতা তৃপ্তি করে বলে 'মাসাআল্লাহ !'
বা একটু ভাব নিয়ে বলে 'দেখতে খারাপ
না । ভালোই । 'তেমন সুন্দর
বা ফর্সা না হলে এই তৃপ্তি বা ভাব
কোনটাই থাকেনা ।
কালো হলে তাকে শ্যামলা ;শ্যামলা হলে উজ্জ্বল
শ্যামলা ;উজ্জ্বল
শ্যামলা হলে তাকে ফর্সা বলে মেকি তৃপ্তি পাওয়ার
চেষ্টা করে । অনেক সময়
উত্তরটিকে ঘুরিয়ে বলে 'ধুর!
চেহারা দিয়ে কি হবে ?'বা 'বর্ণ যাই হোক
চেহারার কাটিং ভালো বা ফিগার
ভালো ।
'তাতেও বুঝাই যায় মনের
কোণে লুকিয়ে থাকা অতৃপ্তি বা হীনমণ্যতা ।
। । । ।
না । আমি বলছিনা যে এটা অন্যায় । এটাই
মানবমনের এক সহজাত প্রবৃত্তি ।
একজন মা ও তার 'দেখতে ভালোনা'
ছেলেকে খুব ভালোবাসলেও কখনোই গর্ব
করে বলেনা 'আমার
ছেলেটি দেখতে মাসাআল্লাহ খুব সুন্দর' ।
আল্লাহতাআলাও তাঁর প্রিয় বন্ধু রাসূল
(সঃ) কে খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর
চেহারা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন ।
আমাদের মস্তিষ্কও একই গঠনের
কালো ও ফর্সার মধ্যে ফর্সাকেই সুন্দর
বলে গ্রহণ করে । তাহলে কেন
বা কিভাবে আমরা তা অস্বীকার
করবো । কেন আমরা নিজেদের 'আজন্ম
বর্ণবাদী' পরিচয়কে অস্বীকার
করে 'মানুষ সৌন্দর্যের পূজারী'
বলে আত্মতৃপ্তি লাভ করি ?কেন এই
ভন্ডামী ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।