এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী, শেন ওর্য়ান, ম্যকগ্রা, লারা, গিলি সম্প্রতি অবসর নিয়েছেন। সাধারনত নামী খেলোয়ারদের জন্য অবসর নেওয়ার সঠিক সময়টি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ন।
আমাদের দেশের সাবেক অধিনায়ক উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ, গিলি আর ম্যাকগ্রার মতো সঠিক সময়টি বেছে নিতে ভুল করলেও, নিঃসন্দেহে খালেদ মাসুদই বাংলাদেশে বেড়ে ওঠা উইকেট কিপারদের মধ্যে অন্যতম।
বাংলাদেশের ক্রিকেটকে খালেদ মাসুদ পাইলট বহুদিন সেবা করেছেন।
নিপুন হাতে আগলেছেন গতি আর ঘূর্নি বলকে, ভেঙেছেন প্রতিপক্ষের উইকেট, লুফে নিয়েছেন দূরন্ত সব ক্যাচ।
আজ কোন এক সংবাদপত্রে পড়লাম, খালেদ মাসুদ পাইলট একটি আন্তর্জাতিক ম্যাচের শেষে অবসর নিতে চাচ্ছেন, এই কারনে তিনি ক্রিকেট বোর্ডকেও অনুরোধ করছেন। ক্রিকেট বোর্ড এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি।
আমার মতে যারা সম্মান পাবার যোগ্যতা রাখে, তাদের সম্মানিত করা আমাদের দায়িত্ব। পাইলটকে অবশ্যই উপযুক্ত সম্মান দিয়েই বিদায় জানানো উচিত।
আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে মনে প্রাণে এই কামনাই করি।
সবসময় সিদ্ধান্ত যুক্তি আর পরিসংখ্যান দিয়ে নয়, সিদ্ধান্তে আবেগ আর অনুভূতির প্রকাশ ঘটানোও উচিত। নতুন খেলোয়ারদের উজ্জীবিত করার জন্য এর আয়োজন একান্ত প্রয়োজন।
কারন ..................
গুনের মর্যাদা না দিলে, কখনো গুনী জন্ম নেয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।