আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----
যশোর হতে গেলাম সৈয়দপুর। ১ম শ্রেণী, বাথ'। ভাবলাম রাতে একটু ভাল ঘুম হবে। এই ভেবেই কয়েকগুন বেশি দিয়ে কিনলাম টিকিট। কিন্তু গুরে বালি।
এই শীতে নেই কোন কাথা বালিশ বা কম্বল! একটি ছোটমত বিছানা। চাইলাম বালিশ কাথা টিটির কাছে। তিনি বলল পাঠিয়ে দিচ্ছি। পাঠালেন একজনকে একটি বালিশ আর একটি বিছানার চাদর দিয়ে। কিন্তু এর জন্য নাকি আমাকে ২৫টাকা অতিরিক্ত দিতে হবে।
বললাম রশিদ লাগবে। তারা রশিদ দিল। আমি তাদের টাকা দিয়ে দিলাম।
রেলে অনেক উঠেছি কিন্তু দেশে ১ম শ্রেণীতে রেল যাত্রা আমার এটাই প্রথম। শুনেছিলাম এর নাকি সংস্কার হল, কিন্তু দেখলাম এর সৎকার হয়েছে!!
১ম শ্রেণীতে যাত্রিদের কিছু সুযোগসুবিধা দেয়ার কথা রেলকতৃ'পক্ষ ভেবে দেখলে হয়ত অনেকে রেলে ভ্রমন করতে উৎসাহ পেতেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।