যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আশার কথা হচ্ছে ৭/৮ জন ব্লগার ইতোমধ্যে রক্ত দিয়েছেন। এখন প্রিয়ডিক্যালী তার রক্তের প্রয়োজন হচ্ছে। আজকেও দুজন ব্লগার রক্ত দিচ্ছেন। হয়তো সামনের সপ্তাহে আবারও রক্ত দরকার হবে। এজন্য ও পজেটিভ ব্লগারদের কাছে আবারো আহবান জানাচ্ছি রক্তের জন্য।
ইতোমধ্যে ব্লগার রাসেল ......., বাবুই, হাবিব, বহুরূপী মহাজন, সমকালের গান, শিমুল (ব্লগ রিডার অনলী) দিয়েছে। আজকে যীশু ও সৃজন দিচ্ছে।
আলমগীর আহসান ও টংকেশ্বরী জানিয়েছিলেন তারাও ব্লাড দিতে আগ্রহী। আপনাদের দুজনের ফোন নম্বর দরকার। আমার মোবাইল নম্বর ০১৫ ৫৩৫৭ ৮৩৮৬।
আমি ও অন্যমনস্ক শরৎ দিতে পারবো এপ্রিলে। ও পজেটিভারদের কাছে আবারো আহবান জানাচ্ছি। আপনার নিজের জন্যও পেয়ে যাচ্ছেন রেডি একটা গ্রুপ। প্লিজ এগিয়ে আসুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।