বন্ধ জানালা, খোলা কপাট !
একজন অমি রহমান পিয়ালের অভাবে কি সামহ্যোয়ারইন থেমে যাবে ?
'না' সূচক জবাবটা সবারই জানা ।
কিন্তু সামহ্যোয়ারের অঙ্গহানী হবে । সামহ্যোয়ার নিজেই তার দেহের কোন একটা অংশকে হারাবে !
তাহলে জানা যাক,আরো একশ'জন থেকে একহাজার জন ব্লগারের অভাবেইবা কি থেমে যাবে সা ইন ?
ইতস্ততা করে হলেও প্রায় সবাই ওই 'না' সূচক উত্তরটাই দেবেন ।
চলবে তাহলে ? কেমন চলবে ? যেমন করে ঠেলা গাড়ি চলে ?
হাশেম পোদ্দার নিকের একজন অমি পিয়ালের বউকে নিয়ে কুৎসিত পোষ্ট দিয়েছিল । সেই পোষ্টটি পড়ার দূর্ভাগ্য আমার হয়নি ।
পিয়াল ভাই কেমন প্রতিবাদ করেছিলেন আমার জানা নেই । শোনা যায়, তিনি গালি দিয়েছিলেন । আচ্ছা আপনার বউকে নিয়ে কেউ কুৎসিত ইঙ্গিত দিলে, ইঙ্গিত দাতাকে তাৎক্ষণিক কি করতে ইচ্ছে করবে আপনার ? তার জিভ টেনে ছিঁড়তে ইচ্ছে করবে না ?
এটা ভার্চুয়াল জগত । এখানে জিভ টেনে ছিঁড়ে ফেলা যায় না । দাঁতের পাটি উপড়ানো যায়না ।
এইখানে বড়জোর ভীষণ ক্রোধে,ক্ষোভে গালিটাই দেয়া যায় ! গালি যদিও সমাধানের শেষ পন্থা না ।
"অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি "-এই অমি রহমান পিয়ালকেই আমি চিনি ।
দেশ বিরোধি প্রচারক রাজাকারদের, দাঁতভাঙ্গা জবাব দেয়া অমি রহমান পিয়ালকেই আমি চিনি ।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আর দলিলগুলো যিনি পইপই করে সংগ্রহ করেন, আর সংরক্ষণ করেন সেই অমি রহমান পিয়ালকেই আমি প্রাণের গভীর থেকে শ্রদ্ধা করি ।
স্বাধীনতার চেতনায় উজ্জিবিত সেই দেশপ্রেমিক সৈনিক অমি রহমান পিয়ালের নিঃশর্ত ব্যানমুক্তি চাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।