আমি আজম্ম ভবঘুরে
আজ আমার খুব মন খারাপ।আমার নিজেকে নিয়ে ভাবলেই আমার মন খারাপ হয়ে যায়।আমি এতো কুৎসিত কেন?? আমার চেহেরাটা আরেকটু সুন্দর হলে কি খতি হতো?? আমার চেহেরা খারাপ,আমি আনস্মাট,আমার কথা বলার ভঙ্গি ভালোনা,আমার বুদ্ধিও খুব নিম্মস্তরের।
এই সবগুলো ফালতু গুন নিয়ে আমার জম্মাবার কি দরকার ছিলো?
কলেজে,রাস্তাই জুটি দের দেখলে আমার খুব কস্ট হয়,ওদের হিংসা হয়।
কারন আমি জানি,আমার কখনো সেরকম কেউ হবেনা।
কেউ কখনো আমায় ভালোবাসবেনা,অনেকদিন পর আমায় দেখে বলবেনা-এতদিন কোথায় ছিলে?
কারো হাতে হাত রেখে আমি কখনো হাটবোনা,কারো চোখে চোখ রেখে কখনো বলতে পারবোনা-তোমার চোখ গুলো খুব সুন্দর
কারন আমি এই পৃথিবীর সবচেয়ে কুৎসিত ছেলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।