আমাদের কথা খুঁজে নিন

   

একজন ব্লগার অথবা দণ্ডিত পুরুষরা কিংবা দাম্ভিক দণ্ডদাতাগণ

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

হুমায়ুন আজাদ স্যার আজ নেই, থাকলে এবং তার শিরোনামের এমন ব্যারাম দেখলে নিঘার্ত দণ্ড নিয়ে আমাকে তাড়া করত । তবে সেই সম্ভাবনা আপাতত নেই । কেননা সম্ভবনা আজ সম্ভব না ।

তবে সকল সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সাধের সামহোয়্যার ব্লগ আমাদের বইরাগী বানিয়েছে । সেই বইরাগ্যের ব্যাখ্যা কিংবা বইরাগ্যের কারণ নানা ভাবে নানা পারস্পেক্টিভ থেকে দেখা যেতে পারে । অবশ্য সেখানে আরো একটি অ-প্রত্যয়ের যোগ হয়ে অব্যয় আছে । সেই অব্যয় হলো 'যদি' । সেই যদি নিয়ে প্রশ্ন, যদি দেখার প্রয়োজন হয় !! তারপর আবার অনেক প্রশ্ন আছে, কে দেখবে? কেন দেখবে ? কিভাবে দেখবে?? কার জন্য দেখবে ?? কখন দেখবে ?? সেই দেখার পর ও কিন্তু শেষ নয়!!... ............ টুনটুনির আর সাধের পিঠে খাওয়া হয়না, আমাদের সাধের লাউ, থুক্কু ব্লগিং করা হয় না ।

তাতে লাভ-লোকশানের কোন হিসেব-নিকেশ আছে কিনা আমার জানা নেই । তবে জানা আছে আছে লাভ-লোকশানের হিসেবের আগে এসে পড়ে আরেকটি শব্দ- সম্পর্ক । প্রতিদিনের ইতিউতি উঁকিঝুকি, শখের বসে বাংলা টাইপ, কমেন্ট মারা থেকে বেশীরভাগেরই ব্লগার হয়ে ওঠা । সেই সম্পর্কটা যেন হাটি-হাটি পা থেকে গোল্লায়ছুট । সেই সম্পর্কের মূল্য----- হয়তো অনেকের ভাষায় অমূল্য কিংবা কারো কাছে মূল্যহীন ।

পৃথিবীর নিয়মে-প্রকৃতির নিয়মে শূন্যস্থান পূর্ণ থাকে না । গোটাকয়েক(!!) দন্ডিত ব্লগারের চেয়ে দু-একজন ব্লগারই যখন মূখ্য, তখন বিষয়টি আর ২+৩=৫ এ থাকে না , গোটকয়েক ও আর গোটাকয়েক থাকে না । জানি না দাম্ভিক দণ্ডদাতাগণের অংক জানা আছে কিনা !! ঠিক- শূন্যস্থান পূর্ণ হবে । দু-একজন ভ্রমর চলে গেলে কিংবা এলে কাননের মালির কিছু যায় আসে না । তারপরেও একটা তবে থাকে.... সময়ের সূত্রে, আপেল যেমন মাটিতে নামে (আইন্যাস্টাইনের সূত্র নয়), মানে সবারই চলে যেতে হয়, দাম্ভিকেরও দম্ভ কমে ।

দণ্ডহীন হতে হয়, ক্ষমতার ভারসাম্য রক্ষায় ..... শুধু এতোটুকুই বলার আছে-------- সময় গেলে সাধন হবে না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.