আমাদের কথা খুঁজে নিন

   

একজন বন্দী সাংবাদিক ও একটি বন্দী শিবির

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

রিপোর্টার্স সান ফ্রন্টিয়ার কোথায়, কোথায় স্বাধীন গণমাধ্যমের জন্য চিৎকর করে গলা ফাটানো সংবাদ কর্মীরা? ক্যাম্প এক্স-রে, গুয়ান্তানামো বে, কিউবা; একটি নতুন গুলাগ মুক্তিকামী মানূষের কাছে। মানবতার জন্য চরম লাঞ্ছনাকর একটি স্থান। সন্ত্রাসবাদী সন্দেহে অসংখ্য মানুষকে ধরে এনে বিনা বিচারে আটকে রাখা হয়েছে এখানে। আটক যারা তাদের বেশীরভাগেরই জানা নেই কেন তাদের আটকে রাখা হয়েছে।

তাদের বিরুদ্ধে কোন অভিযোগও আনা হচ্ছেনা এবং তাদেরকে বিচারেরও সম্মুখীন করা হচ্ছেনা। আমেরিকান বিচার ব্যবস্থার আওতায় যাতে তাদের বিচার করা না হয় সেজন্য তাদেরকে শত্রুযোদ্ধা (enemy combatant) হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু যুদ্ধবন্দীদের জন্য যে আন্তর্জাতিক আইন তাও এদের উপর প্রয়োগ করা হচ্ছেনা। আজ (জানুয়ারী ১১, ০৮) পার হয়ে গেল এই বন্দীশিবির চালু হওয়ার ৬ বছর। সারা বিশ্বব্যাপী মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে এই শিবিরের অবসান চেয়েছে।

এখানে একজন বন্দীমানুষের কথা স্মরণ করছি, যিনি সাংবাদিক - ক্যামেরা সাংবাদিক। আরব স্যাটেলাইট চ্যানেল আল-জাজ়ীরার ক্যামেরাম্যান সামী আল-হাজ্জ। দায়িত্ব পালনরত অবস্থায় সামীকে আমেরিকান কর্তৃপক্ষ গ্রেফতার করে ক্যাম্প এক্স-রে পাঠিয়ে দিয়েছে। সেখানে তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি, তাকে বিচারেরও সম্মুখীন করা হয়নি। সামী ৭ ডিসেম্বর ২০০৭ থেকে তাকে বিচারের সম্মুখীন করার দাবীতে অনশন ধর্মঘট পালন করছেন আজতক।

ফাঁস হয়ে যাওয়া কিছু খবরে জানা গেছে আমেরিকান কর্তৃপক্ষ চেয়েছেন সামীকে দিয়ে আল-জাজ়ীরার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করাতে। রাজী হলে তাকে এবং তার পরিবারকে আমেরিকান নাগরিকত্ব দেয়ারও প্রলোভন দেখানো হয়। কিন্তু সামী রাজী না হওয়ায় এখনো তাকে বিনা বিচারে আটক থাকতে হচ্ছে। পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠি কোনভাবেই চাইছিলনা তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করে কোন আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠান চালু হোক। এজন্য আল-জাজ়ীরা তাদের চক্ষুশূলে পরিণত হয়েছে।

তারা এর সম্প্রচার বন্ধ করে, এর বিরুদ্ধে কথা বলে, এর সাংবাদিকদের আটক করে ও এর স্থাপনার উপর বোমা হামলা করে এটাকে থামিয়ে দিতে চেয়েছে। সামী আল-হাজ্জকে নিয়ে তাদের এই ক্রুর খেলাও মূলতঃ আল-জাজ়ীরার প্রতি আক্রোশের কারণে। আসুন আমরা আধিপত্যবাদ মুক্ত একটি বিশ্ব চাই, আর গুয়ান্তানামো বে'র বন্দী নং ৩৪৫ এর মুক্তি দাবী করি। Prisoner 345: Official Website dedicated to Sami al-Hajj

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.