আমাদের কথা খুঁজে নিন

   

আগের পোস্ট লম্বা যারা বলছেন তারা মহাজন ভাইয়ের একটা কমেন্ট পড়েন



'সন্ধ্যাবাতি'র প্রতি প্রশ্ন @ সাধারণ ব্লগাররা খেয়াল রাখুন। '-অলৌকিক হাসানের ব্লগ বজলু মহাজন বলেছেন : ২০০৭-১২-১৩ ১১:৩২:১৭ পুরা পোষ্টের মইধ্যে ছ্যাপ ছিটাইলাম, বজলু মহাজনের মূত্র আর বিষ্ঠার সুঘ্রান এখানে এলে পাওয়া যাবে আশাকরি। তোমাদের আর কতবার চৌক্ষে আংগুল দিয়া বুঝাইয়া দিতে হবে যে তোমরা বিকৃত রুচির ভন্ড মুক্তিযোদ্ধা? যেকোনো ব্যাপারে তোমরা গোলাম আজম আর রাজাকার টানিয়া নিয়া আইসা নিজেদেরকে ভাল ও সুবোধ প্রমানের চেষ্টা চালাও কিন্তু সাধারণ মানের ব্লগারেরা সেদিকে ফিরেও তাকায়না সেটা খেয়াল করনা? তখন কোথায় ছিলা তোমারা, যখন হৃদয়ে কুষ্ঠ রোগ নিয়া নষ্ট আইজুদ্দিন একটা ১৯ বছরের মেয়ের সাথে তর্কে লিপ্ত হইয়া তাকে পাশ্চাতদেশে সহবাস করতে চাই বলিয়া চিত্কার করিতে থাকে? যখন তাকে উত্যক্ত করা হত দিনের পর দিন। কোথায় ছিলা তোমরা? যখন চতুর্ভুজকে বলা হয়েছিল হিজড়া, বলা হয় রাজাকার?একটা ভার্চুয়াল রাজাকার মেয়ের মুখের ছবি দেখিয়া তাইলে আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির আ্যকচুয়াল বীর্য নির্গত হইয়া যায়? ভালা কতা। ব্লগে মাইয়াগো পর্নোগ্রাফিক উত্যক্ত করার পরও তোমাগো কইতে হইব তোমরা মুক্তিযুদ্ধের ঝান্ডা ধারি , রাজাকারমুক্তকারি? একটা মেয়েকে যারা গনধর্ষনের হুমকি দিতে পারে সেই রকম মুক্তিযোদ্ধা হবার চাইতে একটা রাজাকারের সভ্য সন্তান হইতে আমি বারবার প্রেফার করি।

মুক্তিযুদ্ধকে শক্তি হিসাবে না নিয়া অন্যায় ঢাকার চাদর হিসেবে নেয়ার জন্য তোমাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করা উচিত কিনা বল?রাজাকার , রাজাকার ধ্বনিতে ব্লগ গরম করিয়া তোমরা কাদের দৃষ্টি আকর্ষণ করতে চাও? তারপর যেন সকল অন্যায় আর পারভার্টিজম কইরা বেড়াইতে পার, তাইনা? নিজেরে নিজেই মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হিসেবে তুইলা ধইরা আর ফ্রীডম ফাইটারের ভূয়া সার্টিফিকেট নিয়া অশ্লীলতার গোড়াপত্তন করছিলা। এখন সেই গাছ বিশাল মহীরুহে পরিনত হইচে দেখতাছি। হাজার হাজার নিক লইয়া যখন চিন্তা কর, কি ব্যাপার লোকেরা আমাগো কথায় আসেনা ক্যান? এইখানেতো কেবল আমি আর আমি তখন মাথার চুল ছিঁড়তে খুব মন চায় তাইনা? আমি হাসি মনে মনে। হায়রে আমাগো মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি!! তগো লিগা মুক্তিযুদ্ধ আইজও মুক্ত হইতে পারেনাই। মানুষের মুক্ত চিন্তা আর শুভ বোধ তোদের কাছে জিম্মী হইয়া আছে।

তগো জন্য আমি বাংলার বীর সন্তানদের কাছে মাথা গেট করা থাকি সারাজীবন যে তোদের কাছ থেইকা মুক্তিযুদ্ধেরে ছুটাইয়া নিয়া আইসা তারে সত্যিকারের সন্মান দিতে পারলামনা। শুধুমাত্ট তোদের মত গুটিকয়েক নষ্ট কীটের জন্য। আমারে ক্ষমা কর দেশ, আমারে ক্ষমা কর সূর্য্য সন্তানেরা! ভাবছিলি, কেউ আগায়া আসবোনা প্রতিবাদ করতে না? কারও আগায়া আসতে হইবনা, একজনেই যদি সত্যিকারের দেশপ্রেম নিয়ে আর সততা সাহসিকতার সাথে সত্য কথাগুলা বলে তাইলে অন্য কারও সাহায্যের প্রয়োজন নাই। যা চইড়া খা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।