আপনারা সবাই জানেন বেনজীরের মৃত্যু এবং তৎপরবর্তী পিপিপি'র চেয়ারম্যান কে? তার পুত্র মাত্র ১৯ বছরের বিলাওয়াল !!!
উপমহাদেশ পাকিস্তান শুথু নয়, ভারত বর্ষও একই চিত্র। ইন্দিরা, রাজীব, রাহুল, প্রিয়াংকা গান্ধী....
আমাদের প্রিয় দেশেও এর ব্যাতিক্রম কই? মুজিব কন্যা হাসিনা, তনয় জয়। জিয়াইর রহমান স্ত্রী খালেদা জিয়া তনয় তারিক।
এ ব্যার্থতা কার? জাতিগত শুধু নয় উপমহাদেশীয় এই রাজৈনতিক কালচারের প্রতিষ্ঠা কি আমরাই করিনি!!!
আমাদের নিজেদের প্রতি আস্থাহীনতা, সীমাহীন লোভ, দায় এড়িয়ে যাবার প্রবণতা... আমাদের পারস্পারিক শ্রদ্ধাবোধের অভাব--- এই তো।
আমরা আবেগ এবং আনুগত্যে তাদের .. না না মূলত নিজেদেরই স্বার্থপূরণ করেছি , করছি মূর্খের মতো, সার্বিক ক্ষতিকে আরও প্রকটতর করে।
বছরের পর বছর.... যুগের পর যুগ.. আজও আমরা এতটা আত্ম-বিশ্বাসী হতে পারিনি যে-- না আমরা পারব। আমরাই বদলে দেব আমাদের ভাগ্য।
কোন আবেগে নয়, কোন অন্ধত্বে আবদ্ধ হয়ে নয়।
প্রত্যেকে আপনাপন আত্ম জাগৃতির মধ্যমে গড়ে তুলব স্বপ্নের স্বদেশ। সময়োপযোগী, সমৃদ্ধ, একদম নিজেদের মতে।
স্বপ্নের মতো। বাস্তবতা দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে। দেশকে ভালবেসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।