আমাদের কথা খুঁজে নিন

   

পোলাপান গেছে কইরে পোলাপান গেছে কই?



পোলাপান গেছে কইরে পোলাপান গেছে কই? আছে গামছা ভরা দই আর বিন্নি ধানের খই; পোলাপান গেছে------------------গেছে কই? মাগো তোমার আবদুল আলীম, আব্বাস উদ্দীন কই? মাগো তোমার লালন শাহ হাছন রাজা কই? তোমার কোলে তারা সবাই ঘুমাইয়া আছে ওরে- কাইন্দনা মা জননী গাইব তোমার সূরে,ওমা গাইব তোমার সূরে; কোথায় তোমার ভাটিয়ালী, কোথায় জারি সারি,মাগো কোথায় জারি সারি? কান্দে আজও মন ময়না হাছন রাজার ই। কেউবা তোমায় বানাইতে চায় মাগো হিন্দুস্হান,আবার মাগো পাকিস্তান, কেউবা আবার বানাইতে চায় আফগানিস্তান। ভয় পাইওনা মাগো তুমি রাখবো তোমার মান,মাগো রাখবো তোমার মান এখনও যে বাইচা আছে হাজার সন্তান,মাগো হাজার সন্তান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.