আমাদের কথা খুঁজে নিন

   

আমি পোলাপান মানুষ !

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

ব্লগে ময়-মুরুব্বিদের থেকে পোলাপানদের সাথেই আমার বেশী খাতির। তবে কিছু উদার মুরুব্বি আর সমবয়সীদের আমি সম্মান ও শ্রদ্ধা করি। আমি এমনেই ব্যস্ত মানুষ, টাইম কম।

কাজের ফাঁকে এখানে আসি আড্ডাবাজি আর দুষ্টমি করার জন্য। মুরুব্বিদের সাথে দুষ্টমি করলে ওনাদের মাইন্ড খাওয়ার চান্স আছে তাই ওনাদের সাথে কথা বলতে বিশেষ সচেতনতা অবলম্বন করি। আর আমার পছন্দের মুরুব্বিরা মানে যারা আমার মতিগতি কিছুটা বুঝে শুধু তাদের সাথেই দুষ্টমি করি এই বিশ্বাসে যে তারা নিশ্চই মনে কিছু নিবেন না। আমি ভাই পোলাপান মানুষ, বুজ কম! আমার কথায় পোলাপান বন্ধুরা মাইন্ড খাবে না (এটা আমার বিশ্বাস) হয়তো মজাই পাবে। ইদানিং ব্লগিং ইনজয় করছি না ! অপেক্ষায় আছি, শুভ দিনের।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.