আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? এখনকার পোলাপান কি শিখে?

ইহা এক খানা ভানান বুল সর্বস্ব ভ্লঘ !!!

এইটা একটা সম্মিলিত গঠনমূলক আপসুসীয় পোস্ট। উদ্দেশ্য হইলো এক প্রকার জনমতামত গঠন। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম, আর এখনকার পুলাপান কি শিখছে এইটা একটা চিন্তা করার বিষয়। আমি দুই একটা কই, আপনেরা দুই একটা কন। তারপরে সবারটা জোড়া লাগায়া দিমু।

আমাদের শিক্ষা গুলো: ০১. আগে: মুরগীর রান মেহমান খাবে। এখন: মম, আই ওয়ান্ট দ্যা লেগ পিস। ০২. আগে: সোফায় পা উঠিয়ে বসা অভদ্রতা। এখন: সোফায় শুয়ে টিভি দেখা মাস্ট। ০৩. আগে: বেড়াতে গেলে অনুমতি ছাড়া কারো বেডরুমে ঢোকা যাবে না।

এবং টিভির রিমোট, ফ্রিজ ইত্যাদিতে হাত দেয়া যাবে না। এখন: সরাসরি বেডরুমে হামলা এবং পি এস ২ এর উপর আক্রমন। ০৪. আগে: মুরুব্বীদের আপনি বলতে হবে। সবাইকে সালাম দিতে হবে। এখন: হাই আঙ্কেল, খেমোন আসো? হোয়ার ইজ আন্ঠি? ঠাকে আনো নাই খেন? লেখাজোকা শামীম বলেছেন: এইবার জোড়া লাগানোর জিনিস দেই ০১) আমরা স্কুল শেষে মাঠে যাইতাম খেলতে।

ওরা স্কুল শেষে কোচিংএ গিয়ে ঢোকে। ওদের জন্য কোন খেলার মাঠ নাই। ০২) আমাদের বাবা মায়েরা আমাদের সৎ মানুষ হওয়ার উপদেশ দিত। ওদের বাবা মায়েরা কেবল প্রথম হওয়ার জন্য ওদের হিতোপদেশ দেয়। ০৩) আমরা যে বাড়িতে থাকতাম সেটা আলো বাতাসে ভরা ছিল।

আমরা যে স্কুলে পড়তাম তার সামনে খোলা মাঠ ছিল। আর ওদের স্কুল বা বাড়ি সবই অন্ধকার ঘুপচির মধ্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.