আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তম শান্তির পাখিটা, মুক্ত আকাশে তোরে উড়িয়ে দিলাম।

চোখ মেলে দেখি জানালায় ভোরের পাখি

.. দিনচলে যায় , মাস চলে যায় তারার আলো ম্লান হয়ে যায় দুর্বিপাক, ব্যধি, দুখ জরা, ক্লান্তিকে সাথী করে মুছে যাক ২০০৭এর দু:স্বপ্ন। হেসে উঠুক নব জীবনের সুখ। অনাকাংখিত অশান্তিকে আজ চির বিদায়। মুক্ত আকাশে উড়িয়ে দিলাম সন্ধির বারতা। স্বাগতম ২০০৮ বছরের প্রথম দিন যাদেরকে বিশেষ ভাবে স্মরন করছি। মোস্তফা মনির সৌরভ নূর-ই-হাফসা (ব্লগে আগমনকে যারা স্বাগত জানিয়েছেন) নামিরা নাওয়ার (প্রথম যিনি লেখালেখির উপর কমেন্ট করেছেন) শামসুজ্জামান সিদ্দিকী শাহীন মাহবুব মোর্শেদ আব্দুর রাজ্জাক শিপন মাহবুব সুমন ফারহান দাউদ মিরাজ একরামুল হক শামীম নেহার পুরকায়স্থ মেহরাব শাহরিয়ার উম্মু আব্দুল্লাহ আবাবিল বিশেষ কেউ নাইবা হলাম বিহংগ পজিটিভ ফাজিল মামু রাজীব ঠাকুরদা সুলতানা শিরিন সাজি ব্রাত্য রাইসু স্থপতি আব্দুল্লাহ আল মারুফ আলমগীর আহসান বড়ভাই ফাহমিদুর হক পদ্মানন্দ অনিশ্চিত নিধিরাম সর্দার মদনবাবু ভাস্কর চৌধুরী রাতুল খোলাচিঠি ভুতঅদ্ভুত এস্কিমো কানাবাবা আলী আরাফাত শান্ত ডোরাকাটা অন্যরকম সাইফুর মাথামোটা মদনবাবু লাইট হাউজ বাতিঘর মিশন কেএসআমিন রাগ ইমন প্রচেত্য শমশের আলম শোভন প্রচুর মানুষ (যারা বিভিন্ন সময়ে মন্তব্য করে চলেছেন) এবং সবাইকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।