আমাদের কথা খুঁজে নিন

   

ফাস্টফুড খাবেন ?? একটু নিয়ম মেনে খান

আমরা সবসময় বাছ-বিচার ছাড়াই ফাস্টফুড নামে কি খেয়ে যাচ্ছি তা কি একবারো ভেবে দেখেছি ?? প্রতিদিন যে পরিমান ফাস্টফুড খাওয়া হয় আমাদের তাতে যে পরিমান চর্বি থাকে তার পরিমান শুনলে "মডার্ন" তরুন-তরুনীরা আঁতকে উঠবেন বৈকি । এই চর্বি আপনার আরটারী তথা ধমনীতে জমে গঠন করে Athero-Sclerotic Plaque । যা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর তো বটেই। আপনি যেকোন সময় আক্রান্ত হতে পারেন হৃদরোগে । কিন্তু সবই আপনি এড়িয়ে যেতে পারেন খুব সহজে ।

পেতে পারেন সুস্থ সুন্দর জীবন .। .। .। শুধু কিছু নিয়ম-কানুন মেনে চলুন । যেমন -- *পানি খান নুন্যতম ৭-৮ গ্লাস প্রতি দিন ।

* ফাস্টফুড অর্ধেকটা খান, বাকিটা মুড়ে নিন মোড়কে , পরে খান। *সফট ড্রিঙ্কস বাদ দিন , শুধু পানি পান করুন * সঙ্গীসহ খান, গল্প করতে করতে খেলে খাবার ভাল করে চাবানো হয়--যা হজম সহায়ক । *দুশ্চিন্তা মুক্ত থেকে খাবার খান । *শাক-সব্জি বেশি খান । *ব্যায়াম করুন ! দৈনিক নুন্যতম ১৫ মিনিট।

আশা করা যায় আপনি সুস্থ-সবল জীবন অতিবাহিত করতে পারবেন , ফাস্টফুড না ছেড়েই ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.