আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানী পেশাজীবীদের ক্ষমা প্রার্থনা, থেকে যাওয়া কিছু কথা

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

আজ প্রথম আলো খুলেই মনটা খুশিতে ভরে গেল । প্রথম পৃষ্ঠায় জ্বলজ্বল করছে একটি সাদা ব্যানার, কালো লেখা সহঃ Dear Bangladeshi's Sorry For 71,Genocide From Pakistan Media And Lawyers পাকিস্থানী সাধারন পেশাজীবী মানুষের দল আজ জিন্নাহ সাহেবের জন্মদিনে গতকাল ইসলামাবাদ প্রেস ক্লাবে আবার বলে গেল - মানবতা এখনো মরে নি । কিন্তু কিছু কথা থেকে যায় । সাধারন মানুষ কখনও যুদ্ধ, গণহত্যার পক্ষে ছিল ? যুদ্ধ ও গণহত্যা দুটোরই সিদ্ধান্ত ছিল সামরিক সরকারের । পাকিস্থানে এখন সামরিক বাহিনীর মদদপুষ্ট সরকার প্রতিষ্ঠিত । সেই সরকারেরই তো উচিত, করজোরে নতমস্তকে দাঁড়িয়ে থাকা, যাতে হাতে লেগে থাকা রক্তগুলা চুইয়ে চুইয়ে মাটিতে পরে শহীদদের প্রতি পাপের একবিন্দু স্খলন ঘটায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.