আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে ভরা পাঠ্যবই। বইয়ের দরকার কি?



শিক্ষার অপরিহার্য উপকরণ বই। সরকার স্কুল পর্যায়ে বিনামূল্যে বই দিচ্ছে। যথাসময়ে বই দেওয়ার ক্ষেত্রে এই সরকার সফল। তবে-- সেই বই ভুলে ভরা। বই নিয়ে নানা অভিযোগ প্রখম থেকেই।

যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা বই লেখেন না= এনসিটিবি বইয়ের অনুমোদন দিতে নানা দুর্নীতি করেন। বইয়ের ব্যবসায়ীরাও কারো কারো নাম ব্যবহার করেন বইয়ের জন্য। ভুল থাকলে বই না থাকলেই ভালো-- আর সৃজনশীল পদ্ধতিতে সিলেবাসের দরকার কি? বিশ্ব পাঠশালার উপকরণ থেকেই তো মানুষ ভাল শিখবে। কেবল প্রতি বছর ৬০০/৭০০ কোটি টাকা বইয়ের পিছনে খরচ না করে শিক্ষকদের মান উন্নয়নে ব্যয় করুন। যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দিন- শিক্ষকদের সম্মানী বাড়ান- বই ছাড়াই অনেক বেশি শেখা যাবে।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে বইয়ের ভারে আমরা ক্লান্ত। প্রতিদিন কত লেখক- কত বই নিয়ে আসছেন- ফোন করছেন- দিনে রাতে। একেবারেই বিরক্তিকর। ছোট ক্লাসে বইয়ের বদলে শিক্ষার একটি নির্দেশিকা দেওয়া যেতে পারে যার উপর ভিত্তি করে শিক্ষকরা পড়াবেন। আমরা তো বই পড়ে সার্টিফিকেট পাই- আর জীবন আচরণের সব শিক্ষা তো পরিবার ও সমাজ থেকে।

অতএব ভুলে ভরা বইয়ের বদলে বই না দেওয়াই ভাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.