আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভীষন ক্লান্ত !

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

উহ! অসহ্য যন্ত্রনা। এই মাত্র পড়া শেষ করলাম, এখন মাথাটা ঝিম ঝিম করছে। সন্ধ্যা থেকেই মনে হচ্ছিল, মাথার স্ক্র একটা ঠিল হয়ে গেছে, যেদিকে মাথা কাত করি মনে হয় যেন শরীরের সব ভার সেদিকেই চলে আসছে, উহ! কী যে যন্ত্রনা। ড্রাগ ষ্টোর থেকে মাথাব্যাথা কমার অসুধ কিনে খেলাম। অসম্ভব ঘুম পেল, ব্যারামের মধ্যে এটাই লাভ হলো। ঘুম থেকে উঠলাম রাত ১১ টায়, তারপরে যদি পরীক্ষার বিষয়টা....! (ক্লাস টিচারের Expectation আবার আমার প্রতি বেশী কিনা)। কি আর করা ! মাঝে মাঝে মনে হয়, যদি আমার কাছে একটা আলাদ্বীনের প্রদীপ থাকতো! তবে আমি সেই দানবকে বলতাম, তুই আমার পড়াটা পইড়া দে, আমি ঘুম পাড়ি.......(আম্মাআআ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।