এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
কয়েকদিন থেকেই বুশের মনে হচ্ছিল, তার ব্রেইনটা কেন যেন ঠিক কাজ করছে না৷ কিন্তু মান-সম্মানের ব্যাপার বলে কথা! তাই আশেপাশের কাউকে কিছু না জানিয়ে একদিন চুপিচুপি তিনি চলে এলেন সম্প্রতি তার সাথে বন্ধুন্ত স্থাপনকারী দেশ লিবিয়ার সিরত শহরের ইবনে সীনা হসপিটালের চীফ ব্রেইন স্পেশালিস্ট ডঃ আব্দুল কাদিরের কাছে৷
আব্দুল কাদির দীর্ঘক্ষণ ধরে বুশের ব্রেইন পরীক্ষা করে শেষমেষ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
: মিঃ বুশ, আপনার সমস্যাটা আসলে লেফট-রাইট সমস্য।
: মানে? অবাক হয়ে জানতে চাইলেন বুশ।
: মানে, আপনার ব্রেইনটা আসলে লেফট সাইড এবং রাইট সাইড। এই দুই ভাগে বিভক্ত৷
বুশ এবার বিরক্ত হয়ে বললেন,
: কিন্তু তাতে কি? আমি যতদূর জানি, পৃথিবীর সব মানুষের ব্রেইনই দুই ভাগে বিভক্ত৷
: হ্যাঁ, সেটা তো আমিও জানি৷ কিন্তু সেটা কোন সমস্যা নয়৷ সমস্যাটা হচ্ছে, আপনার ব্রেইনের লেফট (বাম) সাইডে কোন কিছুই রাইট (সঠিক) নেই৷ অপরদিকে, আপনার ব্রেইনের রাইট (ডান) সাইডে কোন কিছুই লেফট (অবশিষ্ট) নেই!
-ইন্টারনেট থেকে সংগ্রহিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।