আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রাম

masud_khan@yahoo.com

কোনোদিন আমি যাইনি কুড়িগ্রাম। রাত গভীর হ'লে আমাদের এই প্রচলিত ভূপৃষ্ঠ থেকে ঘুমন্ত কুড়িগ্রাম ধীরে ধীরে আলগা হয়ে যায়। অগ্রাহ্য করে সকল মাধ্যকর্ষণ। তারপর তার ছোট রাজ্যপাট নিয়ে উড়ে উড়ে চলে যায় দূর শূন্যলোকে। আমরা তখন দেখি বসে বসে আকাশ কতো না নীল ছোট গ্রাম আরো ছোট হয়ে যায় আকাশের মুখে তিল।

অনেকক্ষণ একা একা ভাসে নিখিল নভোভারতের রাজ্যে রাজ্যে। দক্ষিণ আকাশে ঐ যে একনিষ্ঠ তারাটি একসময় কুড়িগ্রাম তার পাশে গিয়ে চিহ্নিত করে তার অবস্থান। তখন নতুন এই জ্যোতিষ্কের দেহ থেকে মৃদু মৃদু লালবাষ্প ঘ্রাণ ভেসে আসে। সেই দেশে, কুড়িগ্রামে, ওরা মাছরাঙা আর পানকৌড়ি দুই বৈমাত্র ভাই কুড়িগ্রামের সব নদী শান্ত হয়ে এলে দুই ভাই নদীবুকে বাসা বাঁধে স্ত্রীপুত্রকন্যাসহ তারা কলহ করে। নদী শান্ত হয়ে এলে শাস্ত্রবাক্যে বাঁধা যতো গৃহনারী প্রাচীর ডিঙিয়ে এসে নদীকূলে করে ভিড় প্রকান্ড স্ফটিকের মতো তারা সপ্রতিভ হয়।

হঠাৎ বয়নসূত্র ভুলে যাওয়া এক নিঃসঙ্গ বাবুই ঝড়াহত বৃদ্ধ মাস্তুলে বসে দুলতে দুলতে আসে ঐ স্বচ্ছ ইস্পাত-পাতের নদীজলে। কুড়িগ্রাম, আহা কুড়িগ্রাম! পৃথিবীর যে জায়গাটিতে কুড়িগ্রাম থাকে এখন সেখানে নিঃস্বকালো গহ্বর। কোনোনিদ আমি যাইন কুড়িগ্রাম আহা, এ মরজীবন! কোনোদিন যাওয়া হবে না কুড়িগ্রাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.