আমাদের কথা খুঁজে নিন

   

মতপ্রকাশের স্বাধীনতা বনাম ইসলামকে আক্রমন এবং ব্লগিং নীতিমালা



মতপ্রকাশে সামহোয়ারইনব্লগ সাহসী এবং উস্মক্ত। তারপরও তাদের বিশাল নীতিমালা রয়েছে যা সবাই এগ্রিড হয়েই লগ ইন করেন। আমি বিনীত ভাবে এর মডারেটর এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জানেত চাইছি... আপনারা কি মতপ্রকাশের স্বাধীনতার নামে বিশেষত শুধু মাত্র ইসলাম, আল্লাহ, কোরআন, নবী, মুহম্মদ(সা এ বিষয়ক আক্রমন এবং অপমান করাকে উতসাহিত করেন? সকলের যেমন মতপ্রকাশের স্বাধীনতা রয়েছ, তেমনি প্রত্যেকের রয়েছে তার নিজস্ব বিশ্বাস এবং ধর্মের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ। সকল বিষয়ে গঠন মূলক আলেচনা এবং মতবিনিময় অবশ্যই কাম্য , কিন্তু নোংরা, সাধারন সভ্যতা ভব্যতার সীমা ছাড়িয়ে যে মত তাতো প্রকাশ প্রচার যোগ্য হতে পারেনা বলেই সমাজে গন্য। এবং আপনারাও তা স্বীকার করেন বলেই ব্লগিং নিয়মাবলী করেছেন, ই-মেল এনসিউর করেন এবং পরে প্রথম পাতায় এন্ট্রি দেন।

তাই ইসলাম আল্লাহ এবং রাসূল(সা এবিশ্বাসী সকল বিশ্বাসীদের পক্ষ থেকে বিনীত আবেদন করছি... অন্তত জঘন্য নোংরা আক্রমনাত্তক পোষ্ট নিয়ন্ত্রনের ব্যবস্থা গ্রহন করুন। নমুনা পোষ্ট /মন্তব্য: 'আিরফুর রহমান বলেছেন : কোরান একটা বই, লেখক মোহাম্মদ নামের এক লোক প্রায় ১৪০০ বছর আগে। আরবীতে লেখা। বাংলা এবং ইংরেজী অনুবাদ দুইটাই পড়া আছে। ' ইসলাম এবং আল্লাহকে অবমাননা করা যদি মুক্ত বুদ্ধির চর্চা হয়... এবং আপনারা যদি এ বিষয়ে দৃঢ়সিদ্ধ হন , তবে অনুগ্রহ করে ব্লগে ঘোষনা দিয়ে আপনাদের সততা এবং স্বচ্ছতা আনুন এবং অতপর সকল বিশ্বাসী তা হতে স্বভাবতই বিরত থাকবে বা অংশ নেবে এ ব্যাপারে সিদ্ধান্ত সহজে নিতে পারবে।

এবং কোন অনুযোগ থাকবে না। ... আমরা একটা স্বচ্ছ সিদ্ধান্তের আশা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.