জাহাঙ্গীর আলম আকাশ । । মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আর ভাবি না আমি। নজের মত প্রকাশ করতে পারি একশতভাগ। প্রচলিত সাধারণ গণমাধ্যমে নয় সোশ্যাল মিডিয়া ও ব্লগে এই মতের প্রকাশ সম্পূর্ণ স্বাধীন।
ব্লগিং হলো এমন একটি মাধ্যম যেখানে সব কথা খোলাখুলিভাবে বলা যায়। তাও যদি আবার কোনরকমের নিয়ন্ত্রণহীন ব্লগিং করা যায় তাহলেতো কোন কথাই নেই। ধরুন আমার কথা ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ চালু করে দিলাম। এখন আর কেউ কোনভাবেই আমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমার সাইট হেকিং করারও বোধহয় আর আর সুযোগ নেই।
http://penakash.wordpress.com/ এখানে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার সুযোগ একশত ভাগ। আপনারাও চেষ্টা করে দেখুন না কেন!
বাংলাদেশের মিডিয়ায় আপনি আপনার কোন লেখা ছাপতে চাইলে আপনাকে অবশ্যই বাম অথবা ডান যে কোন একটা পক্ষ নিতেই হবে! প্রকৃতি, চিকিৎসাবিজ্ঞান অন্য আরও দু’একটি বিষয়ের ব্যাপারে ভিন্ন কথা। কিন্তু রাজনীতি বা মানবাধিকার বিষয়ে লিখতে চাইলে আপনাকে অবশ্যই সরকারপক্ষ অথবা বিরোধীপক্ষ কিংবা মিডিয়ামালিকপক্ষের স্বার্থ বাঁচিয়েই লিখতে হবে। কিন্তু ব্লগিং সম্পূর্ণ একটা ভিন্ন জগৎ। যে জগতে আপনি নিজেই আপনার সম্পাদক, নির্দেশক, পরিচালক।
কেউ আপনাকে কোন কিছু ডিকটেট করার সাহস পাবে না। তাই বাংলাদেশের মিডিয়ায় লেখালেখি ছেড়ে দিয়ে এখন ব্লগিংকেই বেছে নিয়েছি। আমার কোন বিশেষ দল নেই, নেতা-নেত্রী নেই। দেশের সাধারণ মানুষ এবং দেশের মঙ্গলচিন্তাই আমার দল আমার চিন্তা আমার বিশ্বাস। রাজনৈতিক বিশ্বাস আছে, ইতিহাসও মানি।
তবে আইনের শাসন, মানবাধিকর, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রশ্নে কোন উগ্রতাকে প্রশ্রয় দিতে পারি না আমরা। নিজের ভেতরে নেই কোন ধর্মীয় উন্মাদনা বা ধর্মান্ধতা আছে শুধু ভালবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস। এগুলিকে মানবকল্যাণে, সত্য প্রকাশে কাজে লাগাতেই ব্লগিং করি আমি। অনেকেই নিন্দা করেন, কঠোর ভাষায় সমালোচনা করেন, গালমন্দও করেন কেউ কেউ। সবকিছুকেই জ্ঞান আহরণ তথা জানার পরিধিকে বাড়ানোর জন্য আশির্বাদ হিসেবেই গ্রহণ করি।
নেই কোন অভিযোগ, অনুযোগ বা কারও প্রতি অভিমান। আছে শুধু সত্যটাকে সামনে এগিয়ে নেয়ার অদম্য এক প্রত্যাশা আর লড়াকু মন। জয় হোক মানুষ, মানবতার। মানুষ বেঁচে থাকুক, হারিয়ে যাক কাম, ক্রোধ, হিংসা, লোভ আর লালসার বাসনাগুলি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।