দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।
সুকান্তের বাড়ি লাগয়া ফুটপাতে দেখলাম শুয়ে আছে একটি মানুষ । উস্ক-খুস্ক চুল ,নোংড়া ছেঁড়া পোশাক ,ফুটপাতে শুয়ে হয়তো একটা ঝলসানো রুটির স্বপ্ন দেখছে । পাশেই সুকান্তের মূর্তি যেন মাথা নিচু করে আছে লজ্জায় !
না আমরা পারিনি সুকান্ত ,এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে তুলতে ! তোমার কথা রাখতে ,পারিনি !জানো, তোমার সেই আদরের ভ্রাতৃতনয় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, সেও পারেনি ! হয়তো আর কেউ পারবে না ! রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে গরম কাপড়ে ঢেকে দিতে । জানো সুকান্ত ,আজও ধপ্ ধপে সাদা দামী কাপড়ে ঢাকা খাবার টেবিলে ; খাবার হিসেবে পরিবশিত হয়,গরিব মানুষ !
তোমার স্বপ্নের লাল সূর্য'র আভায় তিরিশ বছর কাটিয়ে ,আজও আমাদের চারপাশে অন্ধকার ! আছে অনাহারে শ্রমিকের মৃতু,আছে সিঙ্গুর, আছে নন্দীগ্রাম !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।