http://www.myspace.com/423882880/music/songs/31785002
{ শেখর দা আমার কলিগ, আমার বস। খুব গম্ভীর, ভালো পুল খেলেন। বাশিঁ বাজান। আর প্রচুর বই পড়েন। আমাকে মাঝে মাঝেই শক্তি চ্যাটার্জির কবিতার বই হাতে দিয়ে বলেন, এই কবিতাটি পড়ো।
জোরে জোরে পড়ো। অলক দা, অঞ্জন দা, আমি, নয়ন দা, শেখর দা আমাদের এ্যাডকমের ছাদে চুটিয়ে আড্ডা দিই। আজ অফিস বন্ধ, সকালে পত্রিকায় তবু শেখর দার সাথে দেখা হয়ে গেলো। মুষ্টিবদ্ধ হাত ছূড়ে দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের গাড়ি ভাঙ্গছেন। আমার বিশ্বাসই হলো না, এতো গম্ভীর লোকটি কি করে হঠাত্ আক্রোশে প্রতিবাদী হয়ে ওঠেন।
তাকে গ্রেফতার করা হয়েছিলো, পরে "মুচলেকা" দিয়ে নাকি ছেড়ে দেয়া হয়েছে। পেশাগত জীবনে দাদা শিল্প নিয়ে কাজ করেন কিন্তু শিল্পের পক্ষে দাদার রাজপথে প্রতিবাদী হয়ে ওঠা, তার প্রতি আমার শ্রদ্ধা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মনে মননে, আক্রোশে, প্রেমে-অপ্রেমে এবং অস্তিত্বের টানে কয়জন শিল্পী হয়ে উঠতে পেরেছেন আমাদের এই দেশে?}
ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ উপেক্ষা করেই বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহনকারী ১৬৭টি অমূল্য পুরাকীর্তি ফ্রান্সের বেসরকারি জাদুঘর গিমে মিউজিয়ামে পাঠিয়ে দেয়া হয়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার ঢাকায় তুলকালাম কা- ঘটে গেছে।
অমূল্য এ পুরাকীর্তিগুলো পাঠানোর প্রতিবাদে ন্যাশনাল মিউজিয়ামের (জাতীয় জাদুঘর) সামনে দিনভর বিক্ষোভ, সমাবেশ, ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীরা এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের তিনটি গাড়িও ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে। বিক্ষুব্ধ জনতা তখন শাহবাগ থানাও ঘেরাও করে রাখে।
উল্লেখ্য, শাহবাগের ন্যাশনাল মিউজিয়ামের নলিনীকান্ত ভট্টশীলা গ্যালারিতে ১৬৭টি পুরাকীর্তি রাখা ছিল। গতকাল এসব অমূল্য পুরাকীর্তি ফ্রান্সের গিমে মিউজিয়ামে প্রদর্শনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।
পুরাকীর্তিগুলো পাঠানোর দায়িত্ব পায় হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস।
পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ভোরে হোমবাউন্ডের চারটি কার্গোভ্যান ন্যাশনাল মিউজিয়ামে যায়। দেশের অমূল্য এসব পুরাকীর্তি বিদেশে পাঠানোর প্রস্তুতির খবর দ্রুত ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্রছাত্রী ও বুদ্ধিজীবীরা। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা বিভাগ, রাজশাহী ইউনিভার্সিটির ফোকলোর বিভাগ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও বেশ কয়েকজন বুদ্ধিজীবী চারুকলা ইন্সটিটিউটের সামনে জড়ো হন।
সকাল সোয়া ৮টার দিকে তারা মিছিল নিয়ে ন্যাশনাল মিউজিয়ামের সামনে আসেন। এরপর মিউজিয়ামের মেইন গেটের সামনে অবস্থান, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করেন। বিদেশে পুরাকীর্তি পাঠানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
কিন্তু এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। সকাল ১১টার দিকে পুরাকীর্তি পাঠানোর বিষয় নিয়ে ন্যাশনাল মিউজিয়ামের কর্মকর্তারা দুই ভাগ হয়ে পড়েন।
এ সময় মহাপরিচালক সমর চন্দ্র পাল ও প্রতœতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক ড. শফিকুল আলমের নেতৃত্বে বিষয়টি সুরাহার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে একটি গ্রুপ বিরোধিতা করে আবারো প্রতিবাদ জানায়। এ সময় দুই গ্রুপের কর্মকর্তাদের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেখানে উপস্থিত হলে অনেকে তাকেও কঠোর ভাষায় ভর্ৎসনা করেন।
দুপুর সোয়া ১টার দিকে কার্গোভ্যানে পুরাকীর্তিগুলো তোলা হয়।
বিকাল ৩টার কিছু পরে সামনে-পেছনে কড়া পুলিশ পাহারায় চারটি কার্গোভ্যান জাদুঘরের দ্বিতীয় গেট দিয়ে বের হয়। সেখানে অবস্থানরত বিক্ষোভকারীরা এ সময় উত্তেজিত হয়ে পড়েন। তারা ‘চোর চোর’ বলে কার্গোভ্যানগুলোর গতিরোধের চেষ্টা করেন। কিন্তু গাড়িগুলো পুলিশ পাহারায় বের হয়ে যায়।
এর পরপরই সংস্কৃতি মন্ত্রণালয়ের তিনটি গাড়ি জাদুঘর থেকে বের হয়।
উত্তেজিত জনতা তখন ওই গাড়িগুলোতে ভাংচুর চালায়। সঙ্গে সঙ্গে পুলিশ এগিয়ে এসে জনতাকে বাধা দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় দুই পক্ষের মধ্যে চলে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া। তখন পুলিশ ঘটনাস্থল থেকে শেখর নামে এক যুবককে গ্রেফতার করে।
ফলে বিক্ষোভকারীরা আরো উত্তেজিত হয়ে পড়েন। তারা শাহবাগ থানা ঘেরাও করে শেখরের মুক্তির দাবি জানান। পুলিশের সঙ্গে এখানেও ধাক্কাধাক্কি হয়। প্রায় আধাঘণ্টা পর মুচলেকা নিয়ে পুলিশ শেখরকে ছেড়ে দেয়।
সূত্র জানায়, এসব পুরাকীর্তি বিদেশে পাঠানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২২ নভেম্বর জনৈক নূরুল ইসলাম প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করেন।
মামলাটি বিচারাধীন রয়েছে। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরাকীর্তিগুলো জাদুঘরে রাখার নির্দেশ দেন আদালত। আদালতের এ নির্দেশ উপেক্ষা করেই গতকাল মিউজিয়াম থেকে পুরাকীর্তিগুলো বের করে পাঠিয়ে দেয়া হয়। (যাযাদি ১/১২/০৭)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।