শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। তিনি দেশের প্রথম নারী স্পিকার।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে কণ্ঠভোটে শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন। বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। হুইপ সাগুফতা ইয়াসমিন স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে সমর্থন করেন।
এরপর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী বলেন, একটি নাম প্রস্তাব হিসেবে এসেছে। নামটি বিবেচনা করা যেতে পারে। এরপর তিনি এই প্রস্তাব ভোটে দেন। প্রস্তাবটি পরে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গতকাল রাতে আওয়ামী লীগের সংসদীয় দল শিরীন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে মনোনয়ন দেয়।
এর ফলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পর স্পিকার পদেও একজন নারী নির্বাচিত হলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।