আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংকক শহর আইসা আমার চশমা হারাইছে.....আরে লাল লাল নীল নীল বাত্তির চটে মেকাপ হারাইছে .।

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে

আহ! বহুতদিন পর একটা পুষ্ট দিতেছি। তা আইন্নেরা কেম্বা আছাও? ভালানি? আমি তো মুটামুটি হালকাপাতলা ছিড়াফাটা আছি। কলেজ থেইক্কা পড়তে পড়তে তো দাত মুখ ভাইঙ্গা ফেল্লাম। যাগ্গা সেইসব দুক্কের কুতা কুতি। গতকাল থাইল্যান্ড এ ছিল এক বিষেশ উ?সব।

যাহারে থাই ভাষাতে বলে "লইকাথং" । এই দিনে থুক্কু রাইতে এরা কলাপাতা আর ফুল দিয়ে একধরনের পাত্রে মোমে আগুন দিয়ে পানিতে ভাসিয়ে দেয়। কিছুটা হিন্দুদের মত । তো সন্ধার সময় আমাদের সেই মজা দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু টিভিতে শারুকের ডন মুভি দিছে দেইখা মোড় ঘুইরা গেলো। মুভি শেষ হইতে হইতে ৮ টা বাইজা গেল।

তাড়াহুড়া কইরা বাইর হইলাম । গাড়িতে উইঠা খাইলাম একচাপট খুতবা। বাপে দিল খুতবা আর আমরা ৩ ভাইবোন শুনলাম সেই খুতবা। কেমেরা নিতে ভুল করছি বইলা এই খুতবা!! গিয়া পোছাইলাম সেই জায়গাতে। গিয়া খাইলাম বিশাল টাসকি।

লোকজনরে দেখলাম বাসাই ফিরতেছে আর আমরা যায়তেছি। তারপর ও যেয়ে পানিতে সুন্দর আলোর খেলা দেখলাম আর পাশেই দেখলাম মেলা বসছে। মেলাই গিয়ে তো আরেক কাহিনি। এতো ভিড়ের মধ্যে আমি আমার নিজেরেই খুজা পাইতেছিনা। কুনমতে হাটতে শুরু করলাম।

যেয়ে দেখি সব ছোট মানুষের খেলনা। আব্বু একটা দোকানের সামনে দাড়াল । দুকানে ঝুলতেছে সব ছোটদের খেলনা। আব্বু আমারা কইল তুই কি নিবি? কি আর কমু আমি?..........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.