সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com থাইল্যান্ডের সব কিছু আমাদের দেশের অনেকের কাছে এখন পানি ভাতের পানি! আমাদের দেশের মোটামুটি টাকাওয়ালারাও থাইল্যান্ড সফর শেষ করেছেন বলে আমি মনে করি। এখন সরাসরি জেলা শহর থেকেও সবাই যাচ্ছেন! পাবনা কিংবা ফেনী, কোন ব্যাপার নয়! বাংলাদেশীরা যে দুটি দেশে খুব আরামে যেতে পারেন তার একটা হচ্ছে থাইল্যান্ড এবং অন্যটা হচ্ছে ইন্ডিয়া। হালকা টাকা পয়সা হয়ে গেছে এমন ব্যক্তিরা এখন আর ইন্ডিয়া পছন্দ করেন না! এদের একেক জনের পাসপোর্ট দেখলে বুঝবেন, কে কতবার ব্যাংকক গিয়েছেন। বাসায় বলেন চিকিৎসা কিংবা ব্যবসায়িক কাজ কিন্তু আসলে গিয়ে নেন নানা বিধ মজা! সারা থাইল্যান্ডে মজার অভাব নাই! জায়গার পর জায়গা বানিয়ে, প্যাকেজ সাজিয়ে ওরা আমাদের জন্য (সারা বিশ্বের জন্য) বসে আছে! আসেন, টাকা দেন, দেখেন! আমি আগেও থাইল্যান্ডে গিয়েছি। এটা নুতন নয় তবে প্রায় ১৭ বছর আগের দেখা থাইল্যান্ড আর এখনকার এক নয়। থাইল্যান্ড এখন চমৎকার দেশ। সব কিছুতেই পরিকল্পনা, সব কিছুতেই শৃংখলা। ধূমপান নিয়ে তাদের শৃংখলা এবার আমার কাছে বেশী ভাল লেগেছে। ধূমপানের নিদিষ্ট জায়গা এবং বালি দিয়ে স্ট্রে সাজিয়ে রাখা বেশ চমৎকার। দেখে শুনে চলার নামই স্বাধীনতা! উলটা পালটা জায়গায় দাঁড়িয়ে টানলেই ২০০০ বাথ জরিমানা! কোথাকার দেশ কোথায় যাচ্ছে আর আমরা! আহ, যা ছিলো তাও নষ্ট করে যাচ্ছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।