আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিতে দুজনে



চলো তো দুজনে হেঁটে আসি একটু ঘুরে ঘুরে দেখি পৃথিবীর রূপ আমার চোখে তুমি, তোমার চোখে আমি একে অপরের প্রতিচ্ছবি আর কতোদিন দেখবো ওঠো তো- তোমার নরম হাতটা আমার গরম হাতে রাখো বেনি করা চুলগুলো বাতাসে ছড়িয়ে দাও আকাশের জমাট বাঁধা মেঘের দিকে তাকাও এক পলক একটু অপেক্ষা করো খোলা আকাশের নীচে দুজনে খুব করে ভিজবো এই অসময়ের বৃষ্টিতে আহ হা ...ছাতাটা ফেলে দাও তো ঘরের কোণে ওড়নাটা আলনাতে রেখে এসো কি লজ্জা লাগছে? প্রকৃতির কাছে লজ্জা পেয়ো না। এই যাহ...বৃষ্টি ঝরছে রে চলো চলো আর দেরী করো না গো কি অমন করে চেয়ে আছো কেনো? কোলে করে নিয়ে যাবো? এ দ্যাখো আবার হাসে....... চলো না তাড়াতাড়ি বৃষ্টি আবার মন খারাপ করে কিন্তু চলে যাবে কিন্তু এই তো লক্ষ্মী মেয়ে এখন কোনো কথা বলো না চুপ করে শুধু শোনো বৃষ্টির গান মনকে মাতিয়ে নাও প্রকৃতির সঙ্গীতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।