আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
অশ্রু বিসর্জনে লাশের যাত্রা পথ পিচ্ছিল ছাড়া অন্য কিছুই হয়না
সৃর্ষ্টির মাঝে তাকে বাঁচিয়ে রাখুন।
সংস্কৃতি সমৃদ্ধির জন্য যারা কারুকাজ ছিল শিল্পীর নিপুনতায় তাকে মাতামের লহরী শুনিয়ে কি লাভ? তাকে উপহার দিন গীতির প্রীতি, সুরের সাগর।
তাকে রাঙিয়ে দিন আরও নতুন সুর আর গানের মূর্ছনায়।
যে জীবনের স্বল্প ক্ষন কাটিয়ে গেছেন সংস্কৃতির সেবায় তাকে আর কাফনে ঢেকে কি লাভ? তাকে সৃর্ষ্টির মমিতে জাগিয়ে রাখুন, বাচিঁয়ে রাখুন নতুন সংগীতের আগামী আঙ্গিনায়।
তাকে অপার সৃষ্টিতে ভাসিয়ে, বারং বার ধরনীতে ডাকুন।
আর অবশেষে সঞ্জীবদার প্রতি শ্রদ্ধা রহিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।