যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
মানুষ!! দু,পায়ের উপর ভর করে পৃথিবীটা দখল করে নিল আর চার পায়ের উপর ঠায় দাড়িয়ে রইল চতুষ্পদী প্রাণীসকল । চেয়ে দেখল উড়াল পংখীরা আর পানি থেকে কখনও সখন খানিক মাথা উচিয়ে দেখে আবার আন মনে চলে জলজ প্রাণীকুল । যে যার মতন ছিল আছে সেভাবেই বাচে ।
বনজ সম্পদ হারিয়ে উজার হয় প্রাণীকুল, পানি শুকিয়ে যায় জলজ প্রাণীরা আবাস হারায় , বায়ুতে কার্বনমনোক্সাড বারে আর কমে যায় পাখির দল । তারপরও আরাম হয় না । তারপর ঘুম হারাম করে ছোটে মানুষ আরামের খোজে ।
মানুষের চাহিদা মেটে না , সুখ পায় না । মানুষ কি জানে মানুষ কি চায় ?? মানুষ কি খোজে মানুষের কিসে সুখ ?? সুখের অসুখে , ব্যারামে কাতর মানুষ !! হায়রে মানুষ!!!
সুখ অসুখের ব্যারামে কাতর আমরা ।
খুজে ফিরি দিবানিশি কিসে বারে সুখ আর কিসে কমে দুঃখ ! খোজা শেষ হয়না ।
যে খোজের কোন শেষ নেই সে খোজের কি দরকার , তা মানুষই জানে !
তিলে তিলে গড়ে তোলে সমাজ, সভ্যতা হাজার হাজার বছরের সময়ের পড়তে পড়ত জমে , পলির উপর পলি জমে সৃষ্টি হয় মায়া কিংবা হরপ্পা । আর মিলিয়ে যায় কোন এক সিডোর কিংবা সুনামীর ছোট্ট আঘাতে ।
বারে বারে হারিয়ে যায় সভ্যতা, বিলীন হয় জনপদ । ছোট কোন প্রাকৃতিক দুযোর্গের ধাক্কায় ।
তারপর মায়া শুধু আমাদের মায় বাড়ায় । নু'হের প্লাবণ গল্প বয়ে বেড়ায় ।
তার মানুষ থামে না , প্রকৃতির কাছে হার মানতে চায়না । ডায়নোসাররা জায়গা করে নেয় যাদুঘরে , হাজার বছর পর হয়তো মানুষ খুজে পায় মিশরীয় কঙ্কাল কিংবা ব্যবলীয়ানের শূণ্য উদ্দান ।
শূণ্য থেকে আবার শুরু করে মানুষ , শূণ্যে যায় ফিরে ।
অবশিষ্ট শূণ্যই রয়ে যায় । আমরা সেই শূণ্য কে কোনদিন পূর্ণ করতে পারি না??
পারিনা কি সেই আবাস, সেই সভ্যতার , যে সভ্যতার কাছে সিডোর এসে সভ্যতার কোপলে চুমো খেয়ে আর্শীবাদ করে ফিরে যাবে ! বলবে ' ইতিহাস তুমি দীর্ঘ হও , সময়ের মতন । "
প্লাবণ-জলোচ্ছ্বাস-খড়া মিউজিয়ামে করবে আবাস ।
মানুষ আর চুতুষ্পদী মারবে না , জলজ প্রাণীদের করবে লালন , প্রকৃতিকে করবে আপন ।
মানুষ আর প্রকৃতি হবে এক অপরের আপন ।
আসুন প্রাকৃতিক দুযোর্গকে মোকাবেলা করতে প্রকৃতিকে বন্ধু করে নেই , প্রাকৃতিক দুযোর্গের সঠিক কারণ খুজি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।