আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত নতুন গঠনতন্ত্র বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এর বদলে ২০০৮ সালের গঠনতন্ত্রই পুনর্বহালের আদেশ দেয়া হয়েছে। রোববার বিচারপতি ফারা মাহমুদ ও আব্দুর রবের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। বিসিবির সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু গত ২৪ জানুয়ারি বৃহস্পতিবার এ নিয়ে সংশোধিত নতুন গঠনতন্ত্র নিয়ে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বেঞ্চটি এই রুল জারি করেন। রায়ে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বিসিবির গঠনতন্ত্রে আনা সংশোধনীকে অবৈধ ঘোষণার পাশাপাশি এজিএম ছাড়া বিসিবির সংশোধিত নতুন গঠনতন্ত্র বাতিল করে দেয়া হয়। এর আগে গত ১৩ ডিসেম্বরে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কেন অবৈধ হবে না জানতে চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর রুল জারি করে হাইকোর্ট। খবরের সূত্র এই লিংকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।