দ্য ওয়ে আই ফিল ইট...
বৃষ্টি ছিল না সেদিন শিরিষের নরম ছায়ায়
ছোপ ছোপ রোদ্র ছিল না তামাটে শূন্য সড়কে
পিচের কাল ঘুম ভেঙে ধোঁয়ার বাষ্প-নদী
অন্ধ করেনি পেখম ছড়ানো নর-নারীদের
শহর ভেঙে সেদিন শুধু অদ্ভুত গতির খেলা...
সাগরের নীলে ভেজা অশান্ত গ্রহাণু থেকে
উপহার আসে ঢের, অজস্র শুভ্র ডানায়
আমাকে উড়িয়ে নেয় অর্ধচেনা মানবী কোন
কৃষ্ণচূড়ার লালচে ঘ্রাণ আলতো সরিয়ে রেখে
আমি বোধ হয় ভাসতে থাকি অবিরাম
বিভ্রমের মতো তন্দ্রাহত চোখে দেখি
সিগ্রেটের ধোঁয়ায় ছায়াছবির মতো হাঁটছে
বেগুনী পোষাকে ঢাকা শিহরিত মানুষের স্রোত,
গল্প, হাসি কিংবা কান্নার চকিত বিস্ফোরণে
ছড়িয়ে পড়ছে অস্থির দিনের সন্তানেরা
আহ কী অদ্ভুত...
পরাবাস্তব স্বপ্নযুগের উষ্ণ গর্ভে বসে
গল্প লিখছে যেন আত্মমগ্ন কেউ...
রাত গভীর হলে গল্পেরা তবু হারাতে চায়
মেঘমালা আসে নরম পদচিহ্ন ধরে
কেউ হয়তো মেলে ধরে ভালবাসা, অনুরাগ
আমি ছড়াই অভিমানী বিক্ষোভ, শুষ্ক অশ্রুজলে
রাত কাঁদে অতঃপর, নক্ষত্রেরা ভেজা ভেজা
বাতাস ঝাপটে ওঠে নারিকেল ডানায়
আর কতক দীর্ঘ আঙুল, অভিজ্ঞতায় লাল
আঁচড়ে ফেলে অলস চৈতন্য, বোধের পরমাণু
ভেজা মাটির তীব্র ঘ্রাণে বেড়ে ওঠা এই আমি
বিলাসী বিষণ্নতায় বারবার তবু স্বপ্নই দেখে যাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।