আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক কথোপকথন - ১: রিচার্ড নিক্সন ও হেনরী কিসিন্জার : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৬

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

১৯৭১ সালের ২৫শে মার্চ হানাদার পাকবাহিনী রাতের আধারে তত্কালীন পূর্ব পাকিস্তানের নির্বিচারে গণহত্যা এবং ২৬ শে মার্চের স্বাধীনতা ঘোষনার পর মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে এই যুদ্ধকে পাকিস্তানের আভ্যন্তরীণ কোন্দল এবং এ থেকে উত্তোরণ লাভের জন্য সামরিক জান্তা ইয়াহিয়াকে সর্বতোভাবে সহায়তা প্রদান করে। কিন্তু ১৯৭১ সালের ১৭ ই এপ্রিল মুজিবনগরে অস্থায়ী সরকারেরর শপথ গ্রহন এর পর মুক্তিযুদ্ধে নতুন মাত্রা যুক্ত হয়। যুক্তরাষ্ট্র এই ব্যাপারটিতে ভারতের সরাসরি ইন্ধন আছে বলে সন্দেহ পোষন করে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে নাক না গলাবার জন্য ভারতে প্রতি কড়া হুশিয়ারি উচ্চারণ করে এবং ব্যাপক কূটনৈতিক তত্পরতা চালায়। প্রেসিডেন্ট নিক্সন পাকিস্তানকে সর্বপ্রকার সহায়তার আশ্বাস দিয়ে ইয়াহিয়াকে একটি ছিটি পাঠান। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা সম্পর্কে প্রেসিডেন্ট নিক্সনকে একটি চিঠি পাঠান। এই চিঠির সূত্র ধরেই ১৯৭১ সালের ২৬ শে মে প্রেসিডেন্ট নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরী কিসিন্জার এর মধ্যে নিম্নোক্ত কথোপকথন। Conversation Between President Nixon and his Assistant for National Security Affairs (Kissinger), Washington, May 26, 1971, 10:38-10:44 a.m. Kissinger: Indira Gandhi has written you a letter. Nixon: I know about... Kissinger: Well, no. We should answer it. Let me say one other thing. Nixon: (unclear) Kissinger: Well you can tell her—you can use it to bring pressure on her not to take military action. Also, I talked to the Pakistan Ambassador. He said that Yahya might appreciate a letter, which would give him an excuse to answer all the things by saying, listing all the things he’s doing because he can’t get any publicity here. Nixon: No. Kissinger: And conversely, Indira Gandhi, I checked with the Indian Ambassador, they’re getting so devious now Nixon: She wants... Kissinger: She would like to be able to say that one result of her letter was Nixon: Yeah. Kissinger: that you’ve written to Yahya. So everybody’s happy. The Pakistanis Nixon: But we don’t say anything against Yahya? Kissinger: No, no. You just say you hope the refugees will soon be able to go back to East Pakistan. He will then reply to you that’s exactly what he wants. I’ve got it all arranged with the Nixon: Good. Go ahead. Kissinger: Embassy. Then you can take credit. You can tell the Indians to pipe down Nixon: Yeah. Kissinger: And we’ll keep Yahya happy. Nixon: The Indians need—what they need really is a.... Kissinger: They’re such bastards. Nixon: A mass famine. But they aren't going to get that. We're going to feed them a new kind of wheat. But if they're not going to have a famine the last thing they need is another war. Let the goddamn Indians fight a war . Kissinger: They are the most aggressive goddamn people around there. Nixon: The Indians? Kissinger: Yeah. Nixon: Sure.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.