ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
জীবনের কিছু কষ্ট
শুধু চোখের জলেই ভাসে,
জীবনের কিছু জোছনা
শুধু মন আকাশেই হাসে...
শুধু বিন্দু থেকে শুরু হওয়া পথ
চলে যায় বহুদূরে-
মন-আয়নার ভাঙা টুকরো
অযত্নে রয় পড়ে....।
পথে পথে আর খুঁজে ফিরি না
কৃষ্ণচূড়ার লাল,
দূর দিগন্তে উড়াই না আর
গান-কবিতার পাল....
শুধু কান্না থেকে শুরু হওয়া গান
গাইনি তো মন খুলে-
মন-বরষার ঝুম বৃষ্টি
গাইছে সে গান ভুলে....।
জীবনের মানে আর খুঁজি না
জম্পেশ কোন আড্ডায়,
সাঁঝের আলোয় ম্লান হয়েছে
হাসতে শেখার সাধটাই....
শুধু সিন্ধু থেকে ভেসে যাওয়া ঢেউ
দেখিনি তো চোখ মেলে-
মন-আকাশে তুমিই তো নেই
আমায় গেছো ফেলে....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।